জাতীয় পর্যায়ে ৪ বার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান “শাহীন শিক্ষা পরিবার” কর্তৃক শাহীন স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।নিয়োগ সার্কুলার অনুযায়ী বিনা পুঁজিতে শুধুমাত্র নিজের মেধা ও শ্রম বিনিয়োগের মাধ্যমে শাহীন শিক্ষা পরিবার এ শাখা অংশীদার “শাখা পরিচালক” হিসেবে নিয়োগ প্রদান করা হবে।গণিত ও ইংরেজি বিষয়ে পাঠদানে পারদর্শীগণ শাখা পরিচালক হিসেবে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ কাঠামো ও প্রদত্ত ভাতাদি অনুসরন করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।শাহীন স্কুল এন্ড কলেজ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
আবেদনের শেষ তারিখ : ১৪ এপ্রিল, ২০২২ইং
শাহীন স্কুল এন্ড কলেজ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম | শাখা পরিচালক |
ডিপার্টমেন্ট | শিক্ষা কার্যক্রম |
খালি পদের সংখ্যা | নির্দিষ্ট নয় |
প্রতিষ্ঠানের ধরণ | শিক্ষা ও একাডেমিক প্রতিষ্ঠান |
দ্বায়িত্ব ও কর্তব্য | ১। ইংরেজি অথবা গণিত বিষয়ে পাঠদানে পারদর্শী। ২। ইংরেজি অথবা গণিত বিষয়ে যুক্তিগত ও যাচাই ভিত্তিক বিবরণ করা। ৩। শাখা পরিচালনায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা। ৪। প্রতিষ্ঠানের বিভিন্ন চ্যানেল ও টিমের সাথে সহযোগীতা প্রদান। ৫। ডাটাবেজ তৈরি,সংরক্ষণ ও কন্ট্রোল করার যাবতীয় দ্বায়িত্ব পালন। |
চাকুরির ধরণ | ফুল টাইম |
শিক্ষাগত যোগ্যতা | যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অধ্যায়নরত আবেদন করতে পারবেন । তবে অংশীদার হিসেবে স্নাতক পাশের পর দক্ষতা – যোগ্যতা অনুসারে বিবেচনা করা হবে । |
বয়স | ১৮ থেকে ৩০ বছর |
পুরুষ/মহিলা | উভয়ই আবেদন করতে পারবেন |
অভিজ্ঞতা | একই ধরণের প্রতিষ্ঠানে একই পদে ০১-০৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন থাকলে অগ্রাধিকার। |
বেতন-ভাতা | ১২,০০০-১৫,০০০ টাকা মাসিক বেতন প্রদত্ত। এছাড়াও প্রতিষ্ঠান কর্তৃক অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতাদি। |
সুযোগ-সুবিধা | > বেতন পর্যালোচনা: বার্ষিক > উৎসব বোনাস: ২টি (বার্ষিক) |
কর্মস্থল | বাংলাদেশের যে কোন স্থানে |
অন্যান্য যোগ্যতা | শিক্ষা ও প্রাতিষ্ঠানিক বিষয়ে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। উদ্যমী ও যে কোন পরিস্থীতি নিয়ন্ত্রণ করারমনবল থাকতে হবে। নিজের কাজে আত্মবিশ্বাসী হতে হবে । এবং ভ্রমাণ করারমানসিকতা থাকতে হবে।আইটি নলেজ সম্পর্কিত সম্যক ধারণা থাকতে হবে। |
প্রয়োজনীয় ব্যক্তিগত দক্ষতা | ১। সৃজনশীল কাজের মানসিকতা ও চৌকস পরিশ্রমী হতে হবে। ২। কম্পিউটার চালনায় পারদর্শি ও সেইসাথে মাইক্রোসফট অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। ৩। কার্যকর আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা ৪। চমৎকার বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা ৫। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা, সক্রিয়ভাবে সঞ্চালন এবং নেতৃত্ব দেওয়ার সাহস ৬। দ্রুত নতুন পরিবেশ এবং নেটওয়ার্কের সাথে সামঞ্জস্য করার ক্ষমতা। ৭। উচ্চ কর্মজীবনের আকাঙ্খা এবং স্ব-প্রেরণা |
শুধুমাত্র যোগ্য প্রার্থীদের উপরোক্ত চাকরির উল্লেখিত দ্বায়িত্ব ও শর্তসমূহ অবগত হয়ে নিজেকে সঠিক প্রার্থী বিবেচনায় এই চাকরির আবেদন করতে : পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিভি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ নির্ধারিত তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে ।
চাকরির আবেদনের শর্তাবলি ও নিয়মাবলী
১। ইংরেজি অথবা গণিত বিষয়ে পাঠদানে পারদর্শী পরিশ্রমী ও অধূমপায়ী আবেদন করতে পারবেন।ইংরেজি অথবা গণিত বিষয়ে দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ.পাশ না হলেও চলবে।
২। শাখা পরিচালক হিসেবে বিবেচিত হওয়ার জন্য কমপক্ষে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত একজন শিক্ষক হিসেবে শাহীন শিক্ষা পরিবার এর কর্তৃপক্ষের মনোনীত যে কোন ক্যাম্পাস এ (৩২ জেলার ১০৭ ক্যাম্পাস) শিক্ষক হিসেবে কর্মরত থেকে নিজের দক্ষতা যোগ্যতা ও সততা প্রমাণ করতে হবে। শাখা পরিচালক হওয়ার যোগ্যতা অর্জনের জন্য কত সময় লাগবে তা নির্ভর করবে আবেদনকারীর পরিশ্রম দক্ষতা ও যোগ্যতার উপর।নিজেকে পরিশ্রমী এবং যোগ্যতার পরিচয় যত কম সময়ে প্রমাণ করতে পারবেন তত তাড়াতাড়ি একজন শাখা পরিচালক হিসেবে বিবেচিত হবেন।
৩। শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মাসিক বেতন নির্ধারণ করা হবে ১০,০০০-১২,০০০/ টাকা। তবে স্পোকেন ইংলিশের দক্ষতা ভালো থাকলে বেতন ১২,০০০-১৫,০০০ টাকা নির্ধারণ করা হবে।(যা লিখিত ও মৌখিক পরীক্ষার উপর নির্ধারণ করা হবে)। এছাড়া শাহীন শিক্ষা পরিবাএর যে ক্যাম্পাসেই শিক্ষক হিসেবে পাঠানো হবে সে ক্যাম্পাসে আপনার জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানের আবাসিকে করা হবে।
সেভেন রিং সিমেন্ট বাংলাদেশ লিমিটেড চাকরির নিয়োগ সার্কুলার
৪। স্নাতক অধ্যয়নরত আবেদন করতে পারবেন।তবে অংশীদার হিসেবে স্নাতক পাশের পর দক্ষতা-যোগ্যতা অনুসারে বিবেচনা করা হবে।
৫। বর্তমান শাখা পরিচালকের নো অবজেকশন সার্টিফিকেট ভিত্তিতে শাহীন শিক্ষা পরিবার এ কর্মরত বর্তমান শিক্ষকগণও আবেদন করতে পারবেন।
৬। যোগ্যতা অর্জনের পর প্রশাসনিক দক্ষতা আনয়নের ট্রেনিং করানো হবে। অতিরিক্ত তথ্য জানতে ০১৭৮৫-০০৩৩৪৪,০১৬২২-২২২১১১,০১৮৪৬-৪৬৯১৩০,০১৬৮০-০৬৪১২৫
চাকরির নিয়োগ আবেদন করার পদ্ধতি
প্রতিষ্ঠানের নাম : চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
প্রতিষ্ঠানের ঠিকানা : ফ্লাট# ০৩/এ, বাসা# ০৫, রোড# ০২, সেক্টর# ১১, উত্তরা,ঢাকা-১২৩০।
চাকরির আবেদন করার পদ্ধতি : ই-মেইল এর মাধ্যমে সিভি প্রদান করতে হবে
আবেদন করার জন্য অনলাইন লিংক বা ইমেইল :
আবেদন করা শেষ সময় : ১৪ এপ্রিল, ২০২২। রাত ৮.০০ টা পর্যন্ত।
আবেদন জন্য নির্ধারিত চার্জ : প্রযোজ্য নয়।
লিখিত পরীক্ষার সময়: ১৫ এপ্রিল, ২০২২ । সকাল ১০.০০ ঘটিকা
প্রবেশপত্র বিতরণ: ১৫ এপ্রিল, ২০২২ সকাল ৯.৩০ মিনিট হইতে ৯.৫৫ মিনিট পর্যন্ত।
পরীক্ষার ভেণ্যু: বাসা# ১৫, রোড# ০৩, সেক্টর# ১১, উত্তরা,ঢাকা-১২৩০ (উত্তরা ক্যাম্পাস)
বি.দ্রঃ ডাকযোগ/ কুরিয়ার/ এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ