২০১৬ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের বৃহত্তম প্রথম সারির একটি অনলাইন শপিং স্টোর “পিকাবো”।বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স পণ্য,গৃহস্থালী যন্ত্রপাতি,স্বাস্থ্য সরঞ্জাম,ফ্যাশন-প্রডাক্টসহ আনুষাঙ্গিক প্রডাক্ট ইত্যাদি বহুবিধি পণ্য নিয়ে পিকাবো অনলাইন শপ বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শপের কা্র্যক্রম চালিয়ে যাচ্ছে। সারাদেশে পিকাবো অনলা্ইন শপের বিক্রয়-বিপনণ বিস্তৃত ও গ্রাহকের চাহিদা পূরণের ধারাবাহিকা বজায় রাখতে পিকাবো অনলাইন শপে “কাষ্টমার এক্সপিরিএন্স এক্সিকিউটিভ” পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ প্রদান করা হবে।নিম্নিলিখিত শর্তাদি ও যোগ্যতা সাপেক্ষে ইচ্ছুক প্রার্থীদের আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনের শেষ সময : ২৫ ডিসেম্বর ২০১৮

পিকাবো অনলাইন শপিং স্টোর (ঢাকা,বাংলাদেশ)
কাষ্টমার এক্সপিরিএন্স এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি
চাকুরি সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ
খালি পদের সংখ্যা : ০৬ চাকুরির ধরণ : ফুল টাইম / চুক্তিভিত্তিক বয়স : ১৭ থেকে ২৫বছর অভিজ্ঞতা : প্রযোজ্য নয়। পুরুষ / মহিলা : উভয়ই | কর্মস্থল : ঢাকা বেতন : ১৫,০০০ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকাল : ০৫ ডিসেম্বর ২০১৮ আবেদনের শেষ সময় : ২৫ ডিসেম্বর ২০১৮ |
চাকুরির দ্বায়িত্বসমূহ :
- আমাদের গ্রাহকদের উচ্চতর গ্রাহক সেবা প্রদান এবং ক্রমাগত পরিষেবা সরবরাহের স্তর উন্নত করার জন্য সংগ্রাম।
- গ্রাহকের প্রয়োজনীতা/প্রশ্নের সঠিকভাবে বোঝা,অভিযোগগুলি সমাধান করা,প্রাসঙ্গিক পণ্য সম্পর্কিত তথ্য প্রদান।
- পেশাদার এবং সময়মত বাবে সাড়া দেওযার মাধ্যমে সমস্ত গ্রাহকদের উচ্চতর পরিষেবা স্তর নিশ্চিত করুন।
- ফোন ওভার বিদ্যমান এবং সম্ভাব্য গ্রাহকদের পণ্য প্রচার কার্যক্রম পরিচালনা।
- অভিযোগ/অনুরোধ রেকর্ড সঠিক ডকুমেন্টেশন বজায় রাখা।
- কল সম্পর্কিত উপর ফলো আপ মাধ্যমে গ্রাহক আনুগত্য নির্মান।
চাকুরির ধরণ : ফুল-টাইম।
শিক্ষাগত যোগ্যতা : ব্যাচেলর অব বিসনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ)
অভিজ্ঞতা : প্রযোজ্য নয়।
চাকুরির প্রয়োজনীয় বিষয়সমূহ :
- বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
- পুরুষ ও মহিলা উভয়ই প্রার্থী আবেদন করতে পারবে।
- ইংরেজী ও বাংলায় যোগাযোগের দক্ষতা।
- মাইক্রোসফট অফিসে ও কম্পিউটার পরিচালনায় দক্ষ।
- স্মার্ট,সৎ চরিত্রবান ও উচ্চ ব্যক্তিত্বের অধিকারী সম্পন্ন।
- চাপ ও কঠিন পরিস্থিতে ঠান্ডা মাথায় কাজের সহনশীলতা।
- টিমের সকলের সাথে সুন্দর ব্যবহার ও সহযোগীতাপূর্ণ মনোভাব।
পুরুষ / মহিলা : উভয়ই।
কর্মস্থল : ঢাকা।
বেতন : ১৫,০০০০ টাকা
প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাদী :
মোবাইল বিল ভাতা।
দুইটি উৎসব ভাতা।
পণ্য বিক্রয়ের উপর কমিশন।
চাকুরির আবেদন করার নিয়ম
শুধুমাত্র যোগ্য প্রার্থীদের উপরোক্ত চাকুরির উল্লেখিত দ্বায়িত্ব ও শর্তসমূহ অবগত হয়ে নিজেকে সঠিক প্রার্থী বিবেচনায় এই চাকুরির আবেদন করতে : পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিভি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ নির্ধারিত তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে ।
প্রতিষ্ঠানের নাম : পিকাবো অনলাইন শপিং স্টোর
আবেদন পাঠানোর ঠিকানা : ঢাকা,বাংলাদেশ।
ইমেইলে আবেদন করতে চাইলে : [email protected]
বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তগুলো ইন্টারনেট এবং বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্টা করা হয়েছে। তার পরেও নির্ধারিত কতৃপক্ষ কতৃর্ক বিভিন্ন ধরণের পরিবর্তন বা পরিমার্জন ও অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হতেই পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের খুবই প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। নিমোক্ত তথ্যগুলো গুলো শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করতে পারবে।নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আবেদনপত্র, আবেদন খাম, ফেরত খাম, সিভি, চালানপত্র ও অনলাইন কাজে যোগাযোগ করুন
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ