হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।নিয়োগ সার্কুলার অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের উদ্দেশ্যে-কে সামনে রেখে ভূমিকম্প সহনশীল ও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী তৈরিতে এইচবিআরআই ব্যপক গবেষণা করে আসছে।এ উদ্দেশ্যকে সফল করা এবং প্রতিষ্ঠানের চলমান গবেষণা কার্যক্রম তরান্বিত করার জন্য এইচবিআরআই কিছু গবেষণামন্য উদ্যমী অভিজ্ঞ জনবল নিয়োগ দিতে যাচ্ছে।যারা গবেষণায় আগ্রহী তাদের জন্য এইচবিআরআই একটি উপযুক্ত গবেষণা প্রতিষ্ঠান।এখানে উল্লেখ্য যে এইচবিআরআ্ই তে গবেষণার জন্য রয়েছে সুন্দর পরিবেশ এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারকন নং এর প্রেক্ষিতে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট দারুস-সালাম মিরপুর ঢাকায় নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২১ইং
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও বেতন | পদ-সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
১। রিসার্চ অফিসার/রিসার্চ ইঞ্জিনিয়ার বেতন : ২২,০০০-৫৩,০৬০ | ০৩ | রসায়ন শাস্ত্র/ফলিত রসায়ন/ভূগোল/পদার্থ বিদ্যায় সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা কেমিক্যাল প্রকৌশল স্নাতক ডিগ্রী। গৃহনির্মাণ সামগ্রী বিষয়ক গবেষণা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। |
২। রিসার্চ অফিসার/রিসার্চ ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এন্ড কন্সট্রাকশন ডিভিশন) বেতন : ২২,০০০-৫৩,০৬০ | ০২ | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশলে স্নাতক ডিগ্রি।গৃহ নির্মাণ ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। |
৩। রিসার্চ এসোসিয়েট (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এন্ড কন্সট্রাকশন ডিভিশন) বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ | ০৩ | স্বীকৃত বোর্ড হইতে পুরকৌশলে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। |
৪। রিসার্চ এসোসিয়েট (সয়েল মেকানিক্স এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ডিভিশন) বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ | ০২ | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন শাস্ত্র/পদার্থ বিদ্যা/মৃত্তিকা বিজ্ঞানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা পুরকৌশলে ডিপ্লমো। |
৫। রিসার্চ এসোসিয়েট বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ | ০২ | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রয়ায়ন শাস্ত্র/গণিত শাস্ত্র/পদার্থ বিদ্যাসহ অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। |
৬। রিসার্চ এসোসিয়েট (হাউজিং ডিভিশন) বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ | ০১ | স্বীকৃত বোর্ড হইতে স্থাপত্যে ডিপ্লোমা ডিগ্রি।সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। |
৭। রিসার্চ এসিসটেন্ট (বিল্ডিং মেটেরিয়েলস ডিভিশন) বেতন : ১২,৫০০-৩০,২৩০ | ০১ | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রয়াসন শাস্ত্র/গণিত শাস্ত্র/পদার্থ বিদ্যাসহ অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। |
৮। সিনিয়র ড্রাফটসম্যান বেতন : ১১,৩০০-২৭,৩০০ | ০১ | স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে আর্কিটেকচার বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে আর্কিটেকচার/বিল্ডিং ড্রাফটিং এ সনদপত্র এবং ০৪ বৎসরের চাকুরীর অভিজ্ঞতা। |
৯। জুনিয়র ড্রাফটসম্যান বেতন : ১১,০০০-২৬,৫৯০ | ০১ | স্থাপত্য/বিল্ডিং ড্রাফটিং এ সার্টিফিকেটসহ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ। |
১০। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন : ১১,০০০-২৬,৫৯০ | ০১ | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রী |
১১। ক্যাশিয়ার বেতন : ১০,২০০-২৪,৬৮০ | ০১ | স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছরের চাকুরীর অভিজ্ঞতা। |
১২। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন : ৯,৩০০-২২,৪৯০ | ০৩ | স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
১৩। ড্রিলিং এসিসটেন্ট বেতন : ৯,৩০০-২২,৪৯০ | ০১ | ড্রিলিং কাজে ০২ বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ |
১৪। পাম্প ড্রাইভার বেতন : ৯,০০০-২১,৮০০ | ০১ | পাম্প চালনার জন্য ০৪ বৎসরের বাস্তব অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণী উত্তীর্ণ। |
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
চাকরির আবেদনের শর্তাবলি ও নিয়মাবলী
১। কেবলমাত্র অনলাইনে career.hbri.gov.bd আবেদন করতে হবে।সরাসরি বা ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না।
২। আবেদন ফি অনলাইনে নগদ সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে।অনলাইনে আবেদনকালে প্রয়োজনীয় কাগপত্রাদি ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
৩। এমসিকিউ ও লিখিত পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।এমসিকিউ তে ন্যূনতম পাশ নম্বর থাকবে।প্রার্থীর বয়স ০১-০১-২০২১ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
৪। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র ও অন্যান্য কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে।প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগপত্র জাল,মিথ্যা,ভূয়া,অসম্পূর্ণ বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন কররে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ভুল/জাল কাগপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থিতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৫। চাকুরিতে নিয়োগ লাভের ব্যাপারে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা প্রমাণ করবে।নিয়োগপত্র জারির পরও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন কোন অসঙ্গতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট চাকরির নিয়োগ সার্কুলার ২০২১

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ