ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশের বহুল পরিচিত ও জনপ্রিয় একটি ডিজিটাল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান।প্রতিষ্ঠাতা চেয়াম্যান সাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্দ্যেগে ব্যাংকটি প্রতিষ্ঠা করেন। ডাচ-বাংলা ব্যাংকের সংক্ষিপ্ত রুপ হচ্ছে ডিবিবিএল । ডিবিবিএল ৩ জুন ১৯৯৬ সালে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে ডিবিবিএল রয়েছে বাংলাদেশের প্রচুর একাউন্ট হোল্ডার। তাদের সার্ভিসের মধ্যে রয়েছে ব্যাংকিং সেবা, এটিএম সেবা, কনজিউমার ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, ইন্টানেট ব্যাংকিং, গেটওয়ে সার্ভিস,মোবাইল ব্যাংকি,, স্টুডেন্ট ব্যাংকিং। ডাচ-বাংলা ব্যাংক ২০১০ সালে দেশে প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করে।

ডিবিবিএল স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস
সম্প্রতি ডাচ-বাংলা ব্যাংক সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য চালু করেছে নতুন এক সার্ভিস : স্টুডেন্ট ব্যাংকিং। যা সর্ম্পূ্ন্য সাধারণ ব্যাংকিং এর মত তবে এখানে বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে । তাহলে চলুন জেনে নেওয়া যাক স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের কার্যপদ্ধতি সম্পর্কে।
ডিবিবিএল স্টুডেন্ট ব্যাংকিং ওপেন করার নিয়ম ও পদ্ধতি
ডিবিবিএল স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের সুবিধাসমূহ
- একাউন্ট ওপেন করতে কোন প্রকার চার্জ দিতে হবে না।
- কোন কারণে একাউন্ট বাতিল করলে ৫০০ টাকা সর্ম্পূণ্য ফেরত দেওয়া হবে।
- আজীবনের জন্য ফ্রী ডিবিবিএল নেক্সাস কার্ড প্রদান করবে।
- ডিবিবিএল নেক্সাস কার্ডে বার্ষিক কোন চার্জ নেই।
- ডিবিবিএল নেক্সাস কার্ড হারিয়ে বা নষ্ট হলে মাত্র ৪০০ টাকা খরচে আপনি পুনরায় একটি কার্ড পাবেন।
- আপনার ডিবিবিএল নেক্সাস কার্ডের মাধ্যমে সকল এটিএম বুথ হতে টাকা তুলতে পারবেন।
- প্রতি বছর আপনাকে জমাকৃত টাকার বিপরীতে ৫% হারে সুদ প্রদান করা হবে । (শর্ত প্রযোজ্য)
- সাধারণ একাউন্টের মত আপনি প্রায় সকল সুযোগ-সবিধা উপভোগ করতে পারবেন।
- সার্বক্ষণিক গ্রাহক কেয়ার সার্ভিস : ১৬২১৬।
ডিবিবিএল স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের অসুবিধাসমূহ
- একাউন্ট একটিভ করতে আপনাকে প্রথম ৫০০ টাকা জমা দিতে হবে। ( সর্ম্পূণ্য ফেরত যোগ্য)।
- এটিএম হতে আপনি একদিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা উত্তোলন করতে পারবেন।
- আপনার একাউন্টে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জমা রাখতে পারবেন।
- স্টুডেন্ট একাউন্টে কোন চেক বই প্রদান করা হবে না।
মন্তব্য:আমিতো জানি টাকা কাটবে না..
আপনার মূল্যবান তথ্য প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
১ লক্ষ টাকার উপরে রাখতে পারব কি না ??? আর স্টুডেন্ট থাকা কালীন যেকোনো (বড়/ছোট) চাকরী করলে স্টুডেন্ট হিসাব বাতিল হবে কি না??
ডাচ-বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্টে ১ লক্ষ টাকা উপরে রাখতে পারবেন না। স্টুডেন্ট একাউন্টের গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য শুধুমাত্র একটি নেক্সাস এটিএম কার্ড প্রদান করা হয়। কোন চেক বই প্রদান করা হয় না। আর এই একাউন্টের কোন বার্ষিক ফি / চার্জ কাটা হয় না। উপরুন্তু শর্তসাপেক্ষে জমাকৃত টাকার উপর ৫% হারে সুদ প্রদান করা হয় (ইসলাম ধর্মে সুদ হারাম)। আপনি এই একাউন্ট ছাত্র থাকাকালীণ অবস্থাই করে ব্যাংক কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত আপনার আপডেট জানতে পারছেন না ততদিন পর্যন্ত যে কোন চাকুরী করা অবস্থাতেই এই একাউন্ট সচল করতে পারবেন।কিন্তু চাকরীজীবি অবস্থাই এই স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন না। আপনার মূল্য তথ্য প্রদান করার জন্য ধন্যবাদ।
৫% হারে যে সুদ দেয়ার কথা সেটা কি শর্ত সাপেক্ষে দিবে কিসের শর্ত
ডিবিবিএল স্টুডেন্ট ব্যংকিং সার্ভিসে শর্ত সাপেক্ষে ৫% হারে সুদ প্রদান করা হয়। (সর্বশেষ আপডেট অনুযায়ী) শর্ত হচ্ছে : বাৎসরিক নির্ধারিত লেনদেনের পর যদি একাউন্টে ৩ হাজার টাকা জমা থাকে তাহলে সেই টাকার বিপরীতে ৫% সুদ প্রদান করা হয়।
স্টুডেন্ট একাউন্টে টাকা পাঠাতে হলে যে পাঠাবে তার ও একাউন্ট থাকা দরকার আছে কিনা…?
আপনার ব্যাংক একাউন্ট না থাকলেও টাকা পাঠাতে পারবেন। শুধুমাত্র প্রয়োজন হবে যাকে টাকা চান সেই ব্যাক্তির নাম মোবাইল নম্বর এবং একাউন্ট নম্বর। তাহলেই আপনি টাকা পাঠাতে পারবেন।আপনার মূল্যবান মতামত ও জিজ্ঞাসা জানানোর জন্য ধন্যবাদ
ভোটার আইডি কার্ড ছাড়া কি স্টুডেন্ট একাউন্ট করা যায়???
ভোটার আইডি কার্ড ছাড়া স্টুডেন্ট একাউন্ট করতে আপনার জন্মনিবন্ধন প্রয়োজন হবে।এবং আপনার অভিভাবকের বাবা অথবা মাতার আইডি কার্ড অবশ্যই প্রয়োজন হবে।
স্টুডেন্ট একাউন্ডে কি বিদেশ থেকে টাকা আনা যাবে? আর কত টাকা আনা যাবে?
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ড এর মাধ্যমে বিদেশ দেশে বৈধ পথে রেমিটেন্স আনা যাবে সমুদয় অর্থ টাকায় পরিণত হয়ে ব্যাংক একাউন্টে জমা হবে।স্টুডেন্ট একাউন্টের সর্বোচ্চ লিমিট ৫০ হাজার টাকা মাত্র।তবে আরো বিস্তারিত ও আপডেট তথ্য জানতে ডাচ বাংলা ব্যাংক হ্লেপলাইন ১৬২১৬ এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ।
সেভিংস এ সুদ পাবো কিভাবে? ৫% লাভ নিতে কি ক করতে হবে
ডাচ-বাংলা ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং এ ইন্টারেষ্ট পাওয়ার জন্য প্রতি মাসে সর্বোচ্চ ৫,০০০ টাকা বা তার কম লেন-দেন করতে হবে।এবং মিনিমাম একাউন্টে ৫০০টাকা জমা থাকতে হবে। ৫০০০ টাকা বা তার উপরে প্রতি মাসে লেনদেন হলে বছর ভিত্তিক ১৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত লেনদেনের হারের উপর নির্ভর করে কার্ড ফি কেটে নেওয়া হতে পারে।(শর্ত প্রযোজ্য) আপডেট তথ্য জানার জন্য ডাচ বাংলা ব্যাংকের হ্লেপলাইন ১৬২২২ যোগাযোগ করার অনুরোধ করা হল।ধন্যবাদ
মনে করেন আমি ডাচ বাংলা ব্যাংকে একটা স্টুডেন্ট একাউন্ট করলাম।এখন আমি যদি চাকরি জীবনে প্রবেশ করি তাহলে কি আমার স্টুডেন্ট একাউন্ট বন্ধ হয়ে যাবে? এই স্টুডেন্ট একাউন্ট কি সারাবছর এক্টিভ থাকবে? এই একাউন্ট এর বিস্তারিত জানতে চাই