পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সুদীর্ঘ ৩২ বছর যাবৎ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় অঞ্চলের সাতক্ষীরা যশোর ও খুলনা জেলার উপজেলা সমূহে ক্ষুদ্রঋণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।নওয়াবেঁকী গণমূখী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা।বর্তমানে সংস্থার কর্ম এলাকায় চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় শূন্য পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্ন লিখিত পদে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদনের শেষ তারিখ : ২০ নভেম্বর ২০২০ইং
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম | শাখা ব্যবস্থাপক |
খালি পদের সংখ্যা | নির্দিষ্ট নয় |
কাজের ধরণ | এনজিও |
চাকুরির ধরণ | ফুল টাইম |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক বা স্নাতকোত্তর /সমমান ডিগ্রী |
বয়স | ২১ থেকে ৪০ বছর |
পুরুষ/মহিলা | উভয়ই |
বেতন | ২০,৫০০ (মাসিক) ও অন্যান্য ভাতাদি |
কর্মস্থল | বাংলাদেশের যে কোন স্থানে |
অন্যান্য যোগ্যতা | কম্পিউটার চালনায় পারদর্শি ও সেইসাথে মাইক্রোসফট অফিসের কাজের দক্ষতা থাকতে হবে।সৃজনশীল কাজের মানসিকতা ও চৌকস পরিশ্রমী হতে হবে।উদ্যমী ও যে কোন পরিস্থীতি নিয়ন্ত্রণ করার মনবলথাকতে হবে। নিজের কাজে আত্মবিশ্বাসী হতে হবে । |
শুধুমাত্র যোগ্য প্রার্থীদের উপরোক্ত চাকরির উল্লেখিত দ্বায়িত্ব ও শর্তসমূহ অবগত হয়ে নিজেকে সঠিক প্রার্থী বিবেচনায় এই চাকরির আবেদন করতে : পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিভি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ নির্ধারিত তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে । আবেদন পাঠানোর ঠিকানা : [email protected] এই ইমেইলে মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
জেনুইটি সিস্টেম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন নিয়োগ সার্কুলার ২০২০

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ