ময়মনসিংহ শহরে চরপাড়ায় অবস্থিত সন্ধানী স্পেশালাইজড হাসপাতাল কর্তৃক জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।নিয়োগ সার্কুলার অনুযায়ী ২০ টি ক্যাটাগরিতে সর্বমোট ৯০টি পদে বেশকিছু সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে।সার্কুলার বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও শর্তাদি পূরণ সাপেক্ষে প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।অতএব প্রতিষ্ঠানের নিয়োগ সার্কুলার বর্ণিত নিয়োগ বিধি ও বেতন কাঠামো বিবেচনার নির্দেশনা দেওয়া হল।আগ্রহী প্রার্থিদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।সন্ধানী স্পেশালাইজড হাসপাতাল চাকরির নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
আবেদনের শেষ তারিখ : ১০ এপ্রিল, ২০২২ইং
সন্ধানী স্পেশালাইজড হাসপাতাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
১। মেডিকেল অফিসার | ০৬ | অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশসহ মেডিকেল অফিসার হিসেবে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
২। মেডিকেল এসিস্ট্যান্ট | ০২ | অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ০৪ বছর মেয়াদি মেডিকেল এসিস্ট্যান্ট (সেকমো) পাশসহ কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
৩। ম্যানেজার | ০২ | মাস্টার্স পাশসহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
৪। একাউন্ট অফিসার | ০২ | একাউন্টিং এ অনার্স/মাস্টার্স এবং সংশ্লিষ্টবিষয়ে ০৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন। |
৫। নার্স | ১২ | ডিপ্লোমা ইন নার্সিং/বিএসি ইন নার্সিং |
৬। ওটি বয় | ০৪ | অনুমোদি প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি মেডিকেল এসিস্ট্যান্ট (সেকমো) পাশসহ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা |
৭। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি মেডিসিন) | ০৬ | ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন। |
৮। মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও লজি এন্ড ইমেজিং) | ০২ | ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন। |
৯। মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) | ০২ | ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন। |
১০। রিসিপশনিস্ট (পুরুষ/মহিলা) | ০৬ | এইচ.এস.সি/বি.এ পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
১১। মার্কেটিং (পুরুষ/মহিলা) | ১০ | এইচ.এস.সি/বি.এ পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
১২। কম্পিউটার অপারেটর | ০২ | এইচ.এস.সি/বি.এ পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
১৩। ডাক্তার সহকারি | ০৮ | এইচ.এস.সি/বি.এ পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
১৪। ল্যাব সহকারি (পুরুষ/মহিলা) | ০৪ | এইচ.এস.সি/বি.এ পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
১৫। ইসিজি টেকনিশিয়ান (মহিলা) | ০২ | এস.এস.সি/সমমান পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
১৬। ইলেক্ট্রিশিয়ান | ০২ | এস.এস.সি/সমমান পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
১৭। অফিস সহকারি | ০৪ | এস.এস.সি/সমমান পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
১৮। আয়া | ১০ | ৮ম শ্রেণী পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
১৯। নিরাপত্তা প্রহরী | ০২ | ৮ম শ্রেণী পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
২০। ক্লিনার | ০২ | ৫ম শ্রেণী পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন |
চাকরির আবেদনের শর্তাবলি ও নিয়মাবলী
১। প্রার্থীকে আগামী ১০ এপ্রিল ২০২২ খ্রিঃ এর মধ্যে আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক সন্ধানী স্পেশালাইজড হাসপাতাল বরবার প্রেরণ করতে হবে।
২৫টি পদে নারী ও পুরুষ নিয়োগ দিবে পুথিনিলয় প্রকাশনী
২। প্রার্থীকে আবেদনপত্রের সাথে ক) প্রার্থীর জীবন বৃত্তান্ত খ) জাতীয় পরিচয়পত্র গ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি ঘ) সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। অনলাইনে আবেদনপত্র পাঠানো ঠিকানাঃ ই-মেইল অথবা সরাসরি সন্ধানী স্পেশালাইজড হাসপাতাল এ অফিসে প্রেরণ করতে হবে।
সন্ধানী স্পেশালাইজড হাসপাতাল চাকরির নিয়োগ সার্কুলার ২০২২

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ