
তাম্রলিপি প্রকাশনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত।Tamralipi Publication Job Circular 2022। তাম্রলিপি দেশের স্বনামধন্য একটি সৃজনশীল সাহিত্য প্রকাশনা প্রতিষ্ঠান। নিয়োগ সার্কুলার অনুযায়ী প্রতিষ্ঠানের "কল সেন্টার এক্সিকিউটিভ" (Call Center Executive) পদে জনবল নিয়োগ প্রদান করা হবে।স্নাতক পাশ প্রকাশনী সংস্থায়, কল সেন্টার, বিপিও বা কাষ্টমার কেয়ার সার্ভিসের কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ফ্রেশার গ্র্যাজুয়েট অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।আগ্রহী প্রার্থীদের সার্কুলার বর্ণিত উপায়ে নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।তাম্রলিপি প্রকাশনী নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
![]() |
কল সেন্টার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি |
আবেদনের শেষ তারিখ : ২৫ ডিসেম্বর ২০২২ইং
তাম্রলিপি প্রকাশনী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম : কল সেন্টার এক্সিকিউটিভ ।। Call Center Executive
ডিপার্টমেন্ট : Call-Center & BPO ।। কল সেন্টার
খালি পদের সংখ্যা : নির্দিষ্ট নয় ।। সম্ভাব্য খালি পদ : ২৫টি
দ্বায়িত্ব ও কর্তব্য :
- ফোনের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করতে হবে।
- তাম্রলিপি থেকে প্রকাশিত বই সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।
- ফোন কলের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বইয়ের অর্ডার সংগ্রহ করতে হবে।
- প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেলস রিপোর্ট তৈরী করতে হবে।
- সেলস টার্গেট অনুযায়ী কাজ করতে হবে।
- এছাড়াও প্রতিষ্ঠান কর্তৃক অন্যান্য কাজে সহযোগীতা প্রদানে আগ্রহী থাকতে হবে।
চাকুরির ধরণ : ফুল টাইম (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সপ্তাহে ৬দিন)
শিক্ষাগত যোগ্যতা : যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় যেকোন বিষয়ে স্নাতক বা সমমান/মাস্টার্স পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজে ০-১ বৎসরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ফ্রেশ গ্রাজুয়েট প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
পুরুষ/মহিলা : উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারেবন।
বয়স : ২০ হতে ৩০ বছর এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল : পুরানা পল্টন, ঢাকা
বেতন ও ভাতাদি : ১২,০০০-১৫,০০০ টাকা মাসিক (অভিজ্ঞতার উপর নির্ভর করবে)। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য যোগ্যতাসমূহ : বয়স লিমিট ৩০ বছর পর্যন্ত। কম্পিউটারে অফিসিয়াল কাজে দক্ষতা থাকতে হবে। ইংরেজি এবং বাংলায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা। প্রকাশনী সংস্থা ও কল সেন্টার সম্পর্কিত বেসিক এবং অর্থনৈতিক সর্ম্পিত জ্ঞান থাকতে হবে।দলবদ্ধভাবে ও চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে। সৃজনশীল কাজের মানসিকতা ও চৌকস পরিশ্রমী হতে হবে। উদ্যমী ও যে কোন পরিস্থীতি নিয়ন্ত্রণ করার মনবল থাকতে হবে। নিজের কাজে আত্মবিশ্বাসী হতে হবে ।
টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ দিবে জি-রেস কর্পোরেশন
আগ্রহী প্রার্থীদের আপডেট ছবিসহ সিভি,এনআইডি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সহ আগামী ২৫ ডিসেম্বর ২০২২ইং তারিখের মধ্যে তাম্রলিপি প্রকাশনীর অফিসিয়াল ইমেইল (tamralipi.hr@gmail.com) পাঠাতে হবে।অবশ্যই ইমেইল এর Subject এর স্থলে " Call center Executive" লিখে এবং রেফারেন্স হিসেবে NewsElab উল্লেখ করে সিভি ইমেইল করতে হবে।
সেলস এন্ড সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে প্রয়াস গ্রুপ
চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম : তাম্রলিপি প্রকাশনী ।। Tamralipi Publication
- প্রতিষ্ঠানের
ঠিকানা : পুরানা পল্টন, ঢাকা
- চাকিরর ধরণ : বেসরকারি চাকরি
- প্রতিষ্ঠানের ধরণ : প্রকাশনি সংস্থা
- পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ০১টি
- খালি পদের সংখ্যা : সর্বমোট ২৫টি (সম্ভাব্য)
- সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : তাম্রলিপি প্রকাশনী চাকরির সার্কুলার দেওয়া রয়েছে
- চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : tamralipi.hr@gmail.com
- আবেদনের মাধ্যম : ইমেইল ঠিকানা : নির্ধারিত ইমেইলে আপডেট সিভি প্রদান করুন
- আবেদনের জন্য ডকুমেন্টসমূহ : আপডেট সিভি ও ছবি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ
- আবেদন ফি : প্রযোজ্য নয়
- ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : পরবতীতে জানিয়ে দেওয়া হবে।
তাম্রলিপি প্রকাশনী চাকরির নিয়োগ সার্কুলার ২০২২
![]() |
তাম্রলিপি প্রকাশনী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ |
বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ
উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন
0 মন্তব্য সমূহ: