অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দিবে পেপসি ।। ট্রান্সকম বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
ট্রান্সকম বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত।Transcom Beverages Limited Job Circular 2023। ট্রান্সকম বেভারেজ লিমিটেড কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (Pepsi Job Circular 2023)। নিয়োগ সার্কুলার অনুযায়ী পেপসি স্টেপ আপ প্রোগগ্রাম (Pepsi Step Up Program) ট্রেইনি সেলস এক্সিকিউটিভ তৈরির জন্য নতুন একটি ক্যারিয়ার জবস ফেস্টিভাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে পেপসি দেশের তরুণ মেধাবী উদ্দ্যমী এবং পরিশ্রমী ফ্রেশার গ্র্যাজুয়েটদের সেলস এন্ড মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার বিল্ডিং তৈরীর সুযোগ করে দিতে চায়। Pepsi Trainee Sales Executive Program যারা ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তাদের সার্কুলার বর্ণিত উপায় অবলম্বন করে দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হল।ট্রান্সকম বেভারেজ লিমিটেড নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
ট্রান্সকম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনের শেষ তারিখ : ০৫ জানুয়ারি ২০২৩ইং
ট্রান্সকম বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদের নাম : ট্রেইনি সেলস এক্সিকিউটিভ ।। Trainee Sales Executive
খালি পদ সংখ্যা : নির্দিষ্ট নয়। সম্ভাব্য পদ সংখ্যা ৬০টি
দ্বায়িত্ব ও কর্তব্য :
- কোম্পানির পণ্য বা সার্ভিসের অর্ডারের সংখ্যা বাড়ানো।
- পণ্য বা সার্ভিসের প্রচারণা বৃদ্ধি করা ও বাজারের প্রতিনিধিত্ব টিকিয়ে রাখা।
- সার্বিক সেলস এন্ড মার্কেটিং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা ও তথ্য প্রদান করা।
- কোম্পানির পণ্য বা সার্ভিসের প্রচারণার জন্য অভিনব ও আকর্ষণীয় উদ্যোগ নেয়া।
- পণ্য বা সার্ভিস বিক্রির রেকর্ড রাখা ও নিয়মিত প্রতিবেদন তৈরি করা।
- প্রতিষ্ঠানের কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা।
- নতুন কাস্টমারদের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা।
- নতুন নতুন পজিশন ও সুযোগ তৈরি করা চেষ্ঠা করা।
- ডিলার ও এজেন্ট এবং গ্রাহকদের সমস্যার সমাধান করা।
- সেলস প্রবাহ সুক্ষ লক্ষ রাখা এবং প্রতিযোগীদের পর্যাপ্ত তথ্যে সংগ্রহ করা।
- নিয়মিত সেলস রিপোর্ট আপডেট করা এবং তা কর্তৃপক্ষকে জানানো।
চাকরির ধরণ : ফুল-টাইম
শিক্ষাগত
যোগ্যতা : বাংলাদেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পাশ। বিশেষ করে ফ্রেশ গ্র্যাজুয়েট প্রার্থীরা।
চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম : ট্রান্সকম বেভারেজ লিমিটেড (পেপসি) ।। Transcom Beverages Ltd
- প্রতিষ্ঠানের ঠিকানা : প্রযোজ্য নয়।
- প্রতিষ্ঠান/চাকিরর ধরণ : বেসরকারি চাকরি
- পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ০১টি
- খালি পদের সংখ্যা : সর্বমোট ৬০টি (সম্ভাব্য)
- সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : পেপসি চাকরির সার্কুলার নিম্নে সংযুক্ত
- চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : jobs@tbl.transcombd.com
- আবেদনের মাধ্যম : আপডেট সিভি প্রতিষ্ঠানের ইমেইলে প্রেরণ করুন
- আবেদন ফি : প্রযোজ্য নয়
- ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে
ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৪০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ট্রান্সকম বেভারেজ লিমিটেড নিয়োগ সার্কুলার ২০২৩

ট্রান্সকম বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ
0 মন্তব্য সমূহ: