এই মাত্র
লোডিং...
নিজ নিজ জেলা ও উপজেলা শহরে নিয়োগ দিবে কাশবন বিজনেস পয়েন্ট

নিজ নিজ জেলা ও উপজেলা শহরে নিয়োগ দিবে কাশবন বিজনেস পয়েন্ট

কাশবন বিজনেস পয়েন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত।Kashban Business Point Job Circular। কাশবন বিজনেস পয়েন্ট কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সার্কুলার অনুযায়ী কোম্পানী প্রতিষ্ঠিত পণ্য সমূহ: টেস্টার, এনা‌র্জি সেভিং বাল্ব, এল ই ডি বাল্ব, ক্লিয়ার বাল্ব, মাল্টিপ্লাগ, গ্যাং সুইচ, মশার কয়েল, সুপারগ্লু, টেনিস বল এবং চানাচুর, চিপ্স ইত্যাদি পণ্য সেলস এন্ড মার্কেটিং এর জন্য সারাদেশে বেশকিছু সংখ্যক অভিজ্ঞতা সম্পন্ন সেলসম্যান নিয়োগ দেওয়া হবে। যারা সেলস এন্ড মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক এই ধরণের তরুণ উদ্দ্যমী ও পরিশ্রমী প্রার্থীদের অভিজ্ঞতা ছাড়াও কাজের সুযোগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা সার্কুলার বর্ণিত উপায়ে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল।কাশবন বিজনেস পয়েন্ট নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল

কাশবন বিজনেস পয়েন্ট সেলসম্যান নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩ইং

কাশবন বিজনেস পয়েন্ট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম :  সেলসম্যান ।। Salesman

খালি পদ সংখ্যা :  ৫৫৫টি ।। পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে।
 
চাকরির ধরণ : ফুল-টাইম ।। পার্ট-টাইম ।। চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ। তবে সেলস এন্ড মার্কেটিং সেক্টরে পূর্ব অভিজ্ঞতা থাকলে বিশেষ বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হতে পারে।

অভিজ্ঞতা : একই ধরণের প্রতিষ্ঠানে নূন্যতম ১ বছর বা তোতোধিক বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষশত ডোর টু ডোর প্রডাক্ট সেলস এন্ড মার্কেটিং সেক্টরে কাজের অভিজ্ঞতাসম্পন্ন।

নারী ও পুরুষ : উভয়ই প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

বয়স : ১৮ হতে ৩৫ বছর এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
 
বেতন ও ভাতাদি :   আলোচনা সাপেক্ষ ( অভিজ্ঞতা অনুসারে )। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
 
কর্মস্থল : খুলনা, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা (খিলক্ষেত, খিলগাঁও, তেজগাঁও, ধানমন্ডি, বাড্ডা, মিরপুর, রমনা (নিজ নিজ জেলায় কাজের সুযোগ থাকবে)
 
অন্যান্য বিষয়সমূহ ও প্রযোজ্য :  ডোর টু ডোর বা বিটুবি অথবা সরাসরি সেলস এন্ড মার্কেটিং কাজে অভিজ্ঞতাসম্পন্ন। এছাড়াও পরিবেশ পরিস্থিতি মানিয়ে দলগত ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রতিষ্ঠান কর্তৃক যাবতীয় দ্বায়িত্ব পালনে আগ্রহী থাকতে হবে।সেলস টার্গেট নিয়ে কাজ করা এবং তা পূরণ করার মত মানসিকতা থাকতে হবে।
 
আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ, আগামী ০৪ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে Kashban Business Point ঠিকানা (১০, হলিক্রস কলেজ রোড, ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫) প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।***খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।*** অথবা ইমেইল করতে পারেন kashbankb@gmail.com

নেক্সাস হাসপাতাল ফার্মেসী সেলসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য

  •  প্রতিষ্ঠানের নাম : কাশবন বিজনেস পয়েন্ট ।। Kashban Business Point
  • প্রতিষ্ঠানের ঠিকানা : ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫
  • প্রতিষ্ঠান/চাকিরর ধরণ : বেসরকারি চাকরি
  • পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ০১টি
  • খালি পদের সংখ্যা : সর্বমোট ৫৫৫টি (সম্ভাব্য)
  • সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : প্রযোজ্য নয়
  • চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : kashbankb@gmail.com
  • আবেদনের মাধ্যম : সিভি ও ডকুমেন্ট প্রেরণ করুন অথবা ইমেইল করুন
  • আবেদন ফি : প্রযোজ্য নয়
  • ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে

অভিজ্ঞতা ছাড়া ৫০টি পদে নিয়োগ দিবে SEBPO


বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ‌্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।

আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: