এই মাত্র
লোডিং...
সুজুকি মোটরসাইকেল শোরুম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সুজুকি মোটরসাইকেল শোরুম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সুজুকি মোটরসাইকেল শোরুম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত। Suzuki Motorcycle Job Circular 2023। ময়মনসিংহের ভালুকায় জরুরি ভিত্তিতে সুজুকি মটর বাইক শোরুম - জমজম মটরস Zamzam Motors জনবল নিয়োগ প্রদান করা হবে। শোরুম পরিচালানার জন্য দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল। 

 

সুজুকি বাইক শোরুম নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ : ১৪ মার্চ ২০২৩ইং

সুজুকি মোটরসাইকেল শো-রুম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

পদের নাম : ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি

খালি পদ সংখ্যা : নির্দিষ্ট নয় ।। সম্ভাব্য পদ সংখ্যা : ০৫টি

চাকরির ধরণ : ফুল-টাইম 

শিক্ষাগত যোগ্যতা : ম্যানেজার পদের জন্য স্নাতক পাশ এবং বিক্রয় প্রতিনিধির জন্য এইএসসি পাশ।

অভিজ্ঞতা : একই ধরণের প্রতিষ্ঠানে নূন্যতম ১ বছর বা তোতোধিক বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষশত শো-রুম বা মটর বাই শোরুম অপারেশন ও সেলস এন্ড মার্কেটিং বিক্রয়ের অভিজ্ঞতা থাকলে বিশেষভাবে বিবেচনা করা হবে।

নারী ও পুরুষ : শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

বয়স : ১৮ হতে ৩৫ বছর এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
 
বেতন ও ভাতাদি :   আলোচনা সাপেক্ষ ( অভিজ্ঞতা অনুসারে )। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
 
কর্মস্থল : ময়মনসিংহ ভালুকা

আগ্রহী প্রার্থীকে সকল শিক্ষাগত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অভিজ্ঞতার সনদপত্র এবং সদ্য তোলা ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আগামী ১৪ মার্চ ২০২৩ইং সকাল ১০ ঘটিকায় তারিখে নিম্ন লিখিত ইমেইলের zamzammotors22@gmail.comমাধ্যমে প্রেরণ করার অনুরোধ করা হল

ডিএমসি হান্টার্স সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম : সুজুকি মোটরসাইকেল শোরুম-জমজম মটরস
  • প্রতিষ্ঠানের ঠিকানা : ভালুকা ময়মনসিংহ
  • প্রতিষ্ঠান/চাকিরর ধরণ : বেসরকারি চাকরি
  • পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ০১টি
  • খালি পদের সংখ্যা : সর্বমোট ০৫টি (সম্ভাব্য)
  • সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : নিম্নে প্রদান করা হয়েছে
  • চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : zamzammotors22@gmail.com
  • আবেদনের মাধ্যম : ইমেইলে সিভি প্রেরন করুন
  • আবেদন ফি : প্রযোজ্য নয়
  • ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : প্রযোজন্য নয়

 সুজুকি মোটরসাইকেল শোরুম নিয়োগ সার্কুলার ২০২৩

জমজম মটরস সুজুকি বাইক শোরুম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

নুভিস্তা ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ‌্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।

আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: