বাংলাদেশের জনপ্রিয় একটি বেসরকারি স্যাটেলাইট ভিত্তিক টেলিভিশন চ্যানেল এনটিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড।২০০৩ সালের ৩ জুলাই মাসে থেকে এনটিভি টেলিভিশন আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।সম্প্রতি এনটিভি টেলিভিশন কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।টেলিভিশন সম্প্রচার ও মার্কেটিং ও বিজ্ঞাপন ভিত্তিক কাজে সহযোগীতা প্রদানের লক্ষ্যে বেশকিছু খালি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রতিষ্ঠানের নিজস্ব কাঠামো অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।এনটিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
আবেদনের শেষ তারিখ : ০২ জানুয়ারী ২০২২ইং
এনটিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম ও বিভাগ | খালি পদ | শিক্ষাগত যোগ্যতা |
১। ম্যানেজার/সহকারী। ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং | ০১ | ভালো একাডেমিক রেকর্ড সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক এবং নর্থ সাউথ থেকে মার্কেটিংয়ে বিবিএ বা এমবিএ মেজর |
২। এক্সিকিউটিভ – সেলস অ্যান্ড মার্কেটিং | ০২ | ভালো একাডেমিক রেকর্ড সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক এবং নর্থ সাউথ থেকে মার্কেটিংয়ে বিবিএ বা এমবিএ মেজর। |
৩। সেট ডিজাইনার | ০১ | ভালো একাডেমিক রেকর্ড সহ যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক |
৪। অনলাইন ভিডিও এডিটর | ০১ | ভালো একাডেমিক রেকর্ড সহ যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক |
৫। জুনিয়র এক্সিকিউটিভ – অ্যাডমিন। (পুরুষ) | ০১ | ভালো একাডেমিক রেকর্ড সহ যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক |
আবুল খায়ের টোব্যাকো কোং লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের ধরণ | টেলিভিশন চ্যানেল (কর্পোরেট জবস) |
কাজের দ্বায়িত্বসমূহ | ১। ব্র্যান্ডের কনজাম্পশন এবং মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধি করা। ২। সেলস ও প্রমোশন কাজে সার্বিক সহযোগিতা প্রদান। ৩। দৈনিক,সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট প্রদান ও ডাটা সরবরাহ। ৪। অপারেশনাল সমস্যা সংক্রান্ত অন্যান্য বিভাগের সাথে সমন্বয় বজায় রাখা। ৫। সংশ্লিষ্ট বিভাগগুলিতে লজিস্টিক সহায়তা নিশ্চিত করুন। ৬। এছাড়াও প্রতিষ্ঠান কর্তৃক অন্যান্য দ্বায়িত্ব পালন। |
চাকুরির ধরণ | ফুল টাইম |
শিক্ষাগত যোগ্যতা | যে কোন স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমান পাশ। পদ ভিত্তিক নির্ধারিত হবে। |
অভিজ্ঞতা | ০০ থেকে ০৩ বছরের একই ধরণের প্রতিষ্ঠানে বাস্তব কাজের অভিজ্ঞতাসম্পন্ন। একই পদে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
বয়স | ১৮ থেকে ৩২ বছর |
পুরুষ/মহিলা | নারী/পুরুষ উভয় আবেদন করার সুযোগ পাবেন। |
বেতন | আলোচনা সাপেক্ষ এবং প্রতিষ্ঠান কর্তৃক অন্যান্য ভাতাদি |
কর্মস্থল | বাংলাদেশের যে কোন স্থানে |
অন্যান্য যোগ্যতা | ইংরেজী ভাষায় সাবলিলভাবে লিখতে ও পড়তে এবং বুঝতে হবে।কম্পিউটার চালনায় পারদর্শি ও সেইসাথে মাইক্রোসফট অফিসের কাজের দক্ষতা থাকতে হবে।ব্যাংক ও বীমা কাজের অভিজ্ঞতা থাকতে হবে।সৃজনশীল কাজের মানসিকতা ও চৌকস পরিশ্রমী হতে হবে। উদ্যমী ও যে কোন পরিস্থীতি নিয়ন্ত্রণ করার মনবল থাকতে হবে। নিজের কাজে আত্মবিশ্বাসী হতে হবে । |
এনটিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড নিয়োগ সার্কুলার ২০২২

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ