পাবর্ত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।নিয়োগ সার্কুলার অনুযায়ী পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর আওতাধীন পার্বত্য চট্রগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান র্শীষক প্রকল্পভুক্ত ম্রো/রুমা/আলীকদম ও রাজস্থলী আবাসিক বিদ্যালয়সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত জনবল নিয়োগ প্রদান করা হবে।সরকারি বেতন বিধি ও সার্কুলার বর্ণিত সকল শর্তাদি অনুসরণ করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।পাবর্ত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২১ইং
পাবর্ত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও বেতন | পদ-সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
১। সহকারী প্রধান শিক্ষক বেতন : ৪২,১০০ | ০১ | বিএড/সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রী।শিক্ষক পদে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
২। সহকারী শিক্ষক (বাংলা) বেতন : ৩৩,৭০০ | ০১ | বিএড/সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রী।শিক্ষাজীবনে ১টি ৩য় শ্রেণি/সমমান গ্রণযোগ্য হবে। |
৩। সহকারী শিক্ষক (ইংরেজী) বেতন : ৩৩,৭০০ | ০১ | বিএড/সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রী।শিক্ষাজীবনে ১টি ৩য় শ্রেণি/সমমান গ্রণযোগ্য হবে। |
৪। সহকারী শিক্ষক (গণিত) বেতন : ৩৩,৭০০ | ০১ | বিএড/সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রী।শিক্ষাজীবনে ১টি ৩য় শ্রেণি/সমমান গ্রণযোগ্য হবে। |
৫। সহকারী শিক্ষক (বিজ্ঞান) বেতন : ৩৩,৭০০ | ০২ | বিএড/সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রী।শিক্ষাজীবনে ১টি ৩য় শ্রেণি/সমমান গ্রণযোগ্য হবে। |
৬। প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল) বেতন : ২৪,৭০০ | ০১ | সংশ্লিষ্ট ট্রেডে ২য় বিভাগ/সমমানসহ ডিপ্লোমা পাশ হতে হবে।ডিপ্লোমা ডিগ্রী ব্যতীত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে সর্বোচ্চ ১টি ৩য় শ্রেণি /সমমান গ্রণণযোগ্য। |
৭। প্রশিক্ষক (টেইলারিং ও ড্রেস মেকিং) বেতন : ২৪,৭০০ | ০৮ | সংশ্লিষ্ট ট্রেডে ২য় বিভাগ/সমমানসহ ডিপ্লোমা পাশ হতে হবে।ডিপ্লোমা ডিগ্রী ব্যতীত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে সর্বোচ্চ ১টি ৩য় শ্রেণি /সমমান গ্রণণযোগ্য। |
৮। সহকারী লাইব্রেরিয়ান বেতন : ২৪,৭০০ | ০১ | গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষষে স্নাতক/সমমান অথবা স্নাতকসহ লাইব্রেরী বিজ্ঞানে ডিপ্লোমা পাশ।সমগ্র শিক্ষা জীবনে ১টি ৩য় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে। |
৯। ল্যাব এসিস্টেন্ট (কম্পিউটার) বেতন : ১৫,০০০ | ০৩ | সংশ্লিষ্ট ট্রেডে ২য় বিভাগ/সমমানসহ ডিপ্লোমা পাশ হতে হবে।ডিপ্লোমা ডিগ্রী ব্যতীত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে সর্বোচ্চ ১টি ৩য় শ্রেণি /সমমান গ্রণণযোগ্য। |
১০। ল্যাব এসিস্টেন্ট (ইলেকট্রিক্যাল) বেতন : ১৫,০০০ | ০২ | সংশ্লিষ্ট ট্রেডে ২য় বিভাগ/সমমানসহ ডিপ্লোমা পাশ হতে হবে।ডিপ্লোমা ডিগ্রী ব্যতীত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে সর্বোচ্চ ১টি ৩য় শ্রেণি /সমমান গ্রণণযোগ্য। |
১১। ল্যাব এসিস্টেন্ট (টেইলারিং ও ড্রেস মেকিং) বেতন : ১৫,০০০ | ০২ | সংশ্লিষ্ট ট্রেডে ২য় বিভাগ/সমমানসহ ডিপ্লোমা পাশ হতে হবে।ডিপ্লোমা ডিগ্রী ব্যতীত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে সর্বোচ্চ ১টি ৩য় শ্রেণি /সমমান গ্রণণযোগ্য। |
১২। দপ্তরী বেতন : ১৪,৭০০ | ০১ | অষ্টম শ্রেণি/জেএসসি/জেডিসি |
১৩। বাগানমালী কাম পাম্প চালক বেতন : ১৪,৭০০ | ০১ | অষ্টম শ্রেণি/জেএসসি/জেডিসি |
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির আবেদনের শর্তাবলি ও নিয়মাবলী
১। নিম্নলিখিত বিষয়াবলী উল্লেখপূর্বক আবেদন আগামী ২৫ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রকল্প পরিচালক পাবর্ত্য চট্রগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পাবর্ত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি এর বরাবরে দাখিল করতে হবে। ক) আবেদনকারীর নাম খ) মাতা ও পিতার নাম গ) স্থায়ী ও বর্তমান ঠিকানা ঘ) শিক্ষাগত যোগ্যতা ঙ) অভিজ্ঞতা চ) জাতীয়তা ছ) ধর্ম জ) জন্ম তারিখ ও ২৫/০২/২০২১ খ্রিঃ তারিখে বয়স ঝ) যোগাযোগের জন্য মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা।
২। আবেদনপত্রের সঙ্গে নিম্ন বর্ণিত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সত্যায়িত অনুলিপি খ) সম্প্রতি তোলা ৩(তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। গ) অভিজ্ঞতা ও অন্যান্য সনদের সত্যায়িত কপি। ঘ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা মেয়র প্রদত্ত জাতীয়তা ও জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি। ঙ) জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত অনুলিপি। চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। ছ) প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধার পোষ্য সমর্থনে প্রমাণপত্র।
৩। সরকারী/আধাসরকারী ও অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থার প্রার্থীগণকে স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে।
৪। পার্বত্যাঞ্চলের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।এরুপ ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট সার্কেল চীফ/জেলা প্রশাসক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।
৫। নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকর প্রদান করা হবে।আবেদনপত্রে কোনরুপ অসত্য বিবরণ/তথ্য পাওয়া গেলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত/নিয়োগপ্রাপ্ত হলেও আবেদনপত্র/নিয়োগ বাতিল এবং ঐ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবর্ত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ