খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে।নিয়োগ সার্কুলার অনুযায়ী খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত পদের বিপরীতে উল্লেখিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ ২০২০ইং

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও অনুষধ | খালি পদ | বেতনস্কেল |
১। সহকারী অধ্যাপক ভেটোরিনারি,এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ | ০৩ | ৩৫৫০০-৬৭০১০ |
২। সহকারী অধ্যাপক (কৃষি অনুষদ) | ০৩ | ৩৫৫০০-৬৭০১০ |
৩। সহকারী অধ্যাপক ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সস অনুষদ | ০৪ | ৩৫৫০০-৬৭০১০ |
৪। সহকারী অধ্যাপক এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস স্টাডিজ অনুষদ | ০২ | ৩৫৫০০-৬৭০১০ |
৫। সহাকরী অধ্যাপক এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলিজ অনুষদ | ০২ | ৩৫৫০০-৬৭০১০ |
৬। প্রভাষক ভেটোরিনারি,এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ | ০৬ | ২২০০০-৫৩০৬০ |
৭। প্রভাষক (কৃষি অনুষদ) | ০৬ | ২২০০০-৫৩০৬০ |
৮। প্রভাষক ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সস অনুষদ | ০৮ | ২২০০০-৫৩০৬০ |
৯। প্রভাষক এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস স্টাডিজ অনুষদ | ০৫ | ২২০০০-৫৩০৬০ |
১০। প্রভাষক এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ | ০৫ | ২২০০০-৫৩০৬০ |
১১। শাখা কর্মকর্তা | ০২ | ২২০০০-৫৩০৬০ |
১২। প্রশাসনিক কর্মকর্তা | ০৪ | ১৬০০০-৩৮৬৪০ |
১৩। কম্পিউটার অপারেটর | ১৫ | ১২৫০০-৩০২৩০ |
১৪। ল্যাব টেকনিশিয়ান | ০৪ | ১২৫০০-৩০২৩০ |
১৫।অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট | ০৪ | ৯৩০০-৩০২৩০ |
১৬। ড্রাইভার | ০২ | ৯৩০০-৩০২৩০ |
১৭। বাবুর্চি/কৃক | ০২ | ৮৮০০-২১৩১০ |
১৮। ফটোকপি মেশিন অপারেটর | ০২ | ৮৮০০-২১৩১০ |
১৯। ল্যাব.এটেনডেন্ট | ০৪ | ৮৫০০-২০৫৭০ |
২০। বুক সর্টার | ০১ | ৮৫০০-২০৫৭০ |
২১। অফিস সহায়ক | ১৫ | ৮২৫০-২০০১০ |
২২। হল এটেনডেন্ট (ডাইনিং বয়) | ০৬ | ৮২৫০-২০০১০ |
২৩। সহকারী বাবর্চি/কুক | ০২ | ৮২৫০-২০০১০ |
২৪। ইলেকট্রিশিয়ান | ০১ | ৮২৫০-২০০১০ |
২৫। গাড়ির হেলপার | ০১ | ৮২৫০-২০০১০ |
২৬। মালি | ০২ | ৮২৫০-২০০১০ |
২৭। নিরাপত্তা প্রহরী | ০২ | ৮২৫০-২০০১০ |
২৮। পরিচ্ছন্নতা কর্মী | ০৬ | ৮২৫০-২০০১০ |
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ সার্কুলার

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ