স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক অনুযায়ী অর্থ বৎসরের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালের কার্যালয় এর জন্য আউট সোসিং এর মাধ্যমে জনবল নিয়োগের প্রশাসনিক অনুমোদন প্রদান করায় উক্ত আউট সোসিং জনবল সরবরাহের ঠিকাদার নিয়োগের নিমিত্তে ২০১৯-২০২০ অর্থ বৎসরের সময় স্বল্পতার কারণে ২০২০-২০২১ অর্থ বৎসরের জন্য প্রকৃত ঠিকাদার/সরবরাহকারীদের নিকট হতে সীলমোহরকৃত দরপত্র আহবান করা যাচ্ছে।
আবেদনের শেষ সময় : ১৭মে ২০২০

আউট সোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
১। ইলেকট্রিশিয়ান ক্যাটাগরি-০১ | ০২ | উচ্চ মাধ্যমিক পাশ |
২। কাঠমিস্ত্রী ক্যাটাগরি-০২ | ০১ | ৮ম শ্রেণী পাশ |
৩।প্লাম্বার মিস্ত্রী ক্যাটাগরি-০২ | ০২ | ৮ম শ্রেণী পাশ |
৪।মালী ক্যাটাগরি-০৪ | ০৩ | ৮ম শ্রেণী পাশ |
৫।বাবুর্চী ক্যাটাগরি-০৫ | ০৩ | ৮ম শ্রেণী পাশ |
৬।সহকারী বাবুর্চী ক্যাটাগরি-০৫ | ০৪ | ৮ম শ্রেণী পাশ |
৭। পরিচ্ছন্নতা কর্মী ক্যাটাগরি-৫ | ২৫ | ৮ম শ্রেণী পাশ |
৮। টেবিল বয় ক্যাটাগরি-০৫ | ০৬ | ৮ম শ্রেণী পাশ |
৯। ডাক-পিয়ন ক্যাটাগরি-০৫ | ০১ | ৮ম শ্রেণী পাশ |
১০। হাউজ কিপার ক্যাটাগরি-০৫ | ০৪ | ৮ম শ্রেণী পাশ |
১১। নিরাপত্তা প্রহরী ক্যাটাগরি-০৫ | ১৫ | ৮ম শ্রেণী পাশ |
চাকরির আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী
ক) বাৎসরিক দুটি উৎসব ভাতা ও নব বর্ষভাতা যোগ করে মাসিক প্রাপ্যতা নির্ণয় পূর্বক মাসিক সেবা মূল্য নির্ধারণ করা হয়েছে।সে কারনে আউট সোর্সিং প্রক্রিয়ার নিয়োজিত কর্মীগণ পৃথকভাবে উৎসব প্রণোদনা ও নববর্ষ প্রণোদনা প্রাপ্য হবেন না।
খ) আউট সোর্সিং এর মাধ্যমে সেবা গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত আইন বিধিমালা নির্দেশনা ইত্যাদি অনুসরণযোগ্য হবে।
গ) আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োজিত জনবলের অদক্ষতা ও অবহেলার কারণে কোন সরকারী সম্পদের ক্ষতিসাধিত হলে সংশ্লিষ্ট কর্মচারীর বেতন হতে কর্তন করা হবে।
ঘ) জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানে সংগে সম্পাদিত চুক্তি কর্তৃপক্ষ ০১ মাসের নোটিশ দিয়ে বাতিল করতে পারবে।
ঙ) কর্মচারীদের বেতন প্রদত্ত তালিকায় উল্লেখিত বেতনের কম হতে পারবে না এবং সেবা প্রদানকারীর নিজ নামীয় ব্যাংক হিসাবে সেবা ক্রয়কারী কর্তৃক প্রদেয় হবে এবং সার্ভিস চার্জের মূল্য ঠিকাদারকে চেকের মাধ্যমে পরিশোধ করা হবে।
চ) সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তাবিত সকল কর্মচারীর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সরবরাহ করতে হবে।
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ সার্কুলার

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ