নিউজ-ই-ল্যাব সম্পর্কে
নিউজ-ই-ল্যাব ( News E Lab ) ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। নিউজ-ই-ল্যাব একটি সম্পূর্ণ্য ব্যতিক্রমধর্মী অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সাইট। এই সাইটে সর্বদাই চেষ্ঠা করা হয় ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি নিজস্ব প্রতিবেদক দ্বারা ঘটনার মূল উৎঘাটন করে পরিষ্কার,পরিচ্ছন্ন,নিরপেক্ষ ও আধুনিক ভাব-ধারার মতামতের ভিত্তিতে খবর প্রকাশ করা । প্রকাশিত খবর যেন কোন অবস্থাতেই অসত্য বা বিভ্রান্তি জনমনে তৈরি না করে, সেজন্য খবর প্রকাশ হওয়ার পূর্বেই এডমিনগণ দ্বারা পুনঃপুনঃবার লক্ষ্য রাখা হয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যখনই ঘটনা তখনি সঠিক রুপে সত্য খবর সকলের কাছে সহজে প্রকাশ করা। তাই সপ্তাহে ৭ দিন এবং দিনে ২৪ ঘন্টাই আমাদের বার্তা প্রবাহকগণ কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে সঠিক খবর সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছেন। বার্তা সংগ্রহ করে সঠিক রুপে প্রকাশের জন্য মুল অংশ ঠিক রেখে কিভাবে পাঠকগণের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় সেজন্য নিউজ-ই-ল্যাব সাইটের সকল কিছু সাজানো হয়েছে এক ভিন্ন আঙ্গিকে। আমাদের জনপ্রিয়তা বাড়ার ফলেই ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে নিউজ-ই-ল্যাব সাইটের ভিজিটর সংখ্যা। সম্প্রতি এক পরিসংখ্যানে আমরা দেখেছি নিউজ-ই-ল্যাব সাইটটি বিভিন্ন শ্রেণী-পেশার ও সকল বয়সের নর-নারীর পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। দুর্বার গতিতে আমাদের এগিয়ে চলা তারই ধারাবিহক কার্যপদ্ধতি সামনে রেখে নিরপেক্ষ ভাবে সত্য, সুন্দর ও তথ্যবহুল ঘটনাকে কেন্দ্র করে সঠিক খবর সংগ্রহ ও প্রকাশের অনবদ্ধ একক ভুমিকা পালন করে যাচ্ছে নিউজ-ই-ল্যাব।আপনাদের সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি।
নিউজ-ই-ল্যাবের বিভাগ-সমূহ :
- জাতীয়
- আন্তর্জাতিক
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিনোদন
- খেলাধুলা
- শিক্ষা
- অন্যান্য
- সরকারী চাকুরী
- বেসরকারী চাকুরী
- ব্যাংক জবস
0 মন্তব্য সমূহ: