এই মাত্র
লোডিং...

নিউজ-ই-ল্যাব যোগাযোগ

নিউজ-ই-ল্যাব ( News E Lab ) ্সম্পূর্ণ্য বাংলা ভাষায় পরিচালিত একটি ব্যতীক্রমধর্মী অনলাইন নিউজ পোর্টাল সাইট। সাইটের প্রতিটি খবর প্রকাশের পূর্বে ভিজিটরদের তথ্যের চাহিদার প্রতি সতর্ক নজর রাখা হয়। নিউজ-ই-ল্যাব সাইটের সম্মানিত ভিজিটরগণ সত্য-সুন্দর ভিন্নধর্মী কিছু তথ্য জানতে পারে সেজন্য প্রতিটি তথ্যের আপডেট প্রকাশ ও উপস্থাপনায় চমকপদ কিছু নিজস্ব কৌশল ব্যবহার করা হয় যা অন্যান্য অনলাইন নিউজ পোর্টাল সাইট থেকে নিউজ-ই-ল্যাব সাইটিকে করেছে পৃথক ও ভিন্ন । আমাদের এই সাইটের সাথে সারা দেশ হতে যুক্ত রয়েছে একদল দক্ষ ও সুকৌশলী তথ্য সংগ্রহ ও প্রচার কাজে নিযুক্ত সেবাদানকারী কর্মী।যারা প্রতিনিয়ত নিউই-ই-ল্যব সাইটটিকে তথ্য প্রদানের মাধ্যমে করছে সমৃদ্ধ ও শক্তিশালী।আমাদের সম্মানিত ভিজিটরদের উদ্দ্যেশ্যে বলতে চাই : নিউজ-ই-ল্যাব সাইট সম্পর্কে আপনার যে কোন প্রশ্ন,মতামত,অভিযোগ,পরামর্শ বিনা দ্বিধায় জানাতে পারেন আমাদেরকে এবং এই সাইটে প্রকাশিত কোন তথ্যের ভুল ও ক্রটি এবং অভিয়োগ থাকলেও আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

নিউজ-ই-ল্যাবের স্যোশাল নেটওর্য়াক :

নিউজ-ই-ল্যাব এর সাথে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে :

নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ এর সাথে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে আপনাকে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।প্রথমে নিউজ-ই-ল্যাব এর প্রদত্ত ফেসবুক পেইজের ইনবক্স অথবা ই-মেইল এর ঠিকানায় যোগাযোগ করতে হবে।সেখানে আপনার প্রাথমিক জিজ্ঞাসা ও পরিচয় জানাতে হবে।সেজন্য প্রথমেই আপনার যোগাযোগের কারণ ও পরিচয় উল্লেখ করুন।প্রাথমিকভাবে যদি ইমেইল বা ফেসবুক পেইজের এর মাধ্যমে যোগাযোগ করেও কোন সমাধান না পাওয়া যায়।তাহলে নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ নিজ দ্বায়িত্বে সম্ভব হলে আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করবে অথবা ফোনে যোগাযোগ করবে।শুধুমাত্র ফোন কল বিড়ম্বনা থেকে মুক্ত থাকতে ইচ্ছা না থাকা শর্তেও নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ প্রক্রিয়া জটিল করতে বাধ্য হয়েছে।

0 মন্তব্য সমূহ: