এই মাত্র
লোডিং...
সরকারি প্রজেক্টে ৭৩৪ জন আউটসোর্সিং নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি প্রজেক্টে ৭৩৪ জন আউটসোর্সিং নিয়োগ বিজ্ঞপ্তি

মুন্সি এইচ আর সল্যুশনস লিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। Govt Outsourcing Jobs Circular 2023। একটি সরকারি প্রজেক্টের আওতায় আউটসোর্সিং পদ্ধতিতে অফিস পিয়ন/ অফিস অ্যাসিস্ট্যান্ট (MLSS) পদে নিয়োগের লক্ষ্যে আউট সোর্সিং প্রতিষ্ঠান  এ যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নিকট হতে আগামী ২২/০৬/২০২৩ ইং তারিখের মধ্যে আবেদনপত্র আহবান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের সার্কুলার বর্ণিত উপায়ে নির্ধারিত তারিখের মধ্যে স্ব স্ব ডকুমেন্টসহ আবেদন করতে হবে। 

সরকারি প্রজেক্ট আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি

 আবেদনের শেষ তারিখ : ২২ জুন ২০২৩ইং

সরকারি প্রজেক্টে আউটসোর্সিং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পদের নাম : অফিস পিয়ন/ অফিস অ্যাসিস্ট্যান্ট (MLSS)
 
খালি পদ সংখ্যা : নির্দিষ্ট নয়। সম্ভাব্য সর্বমোট ৭৩৪ জন ।

দ্বায়িত্ব ও কর্তব্য :   
  • অফিস সরবরাহ রক্ষণাবেক্ষণ এবং সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম সঠিকভাবে কাজ করছে তা নিশ্চিত করা।
  • সঠিক রেকর্ড এবং ফাইলিং সিস্টেম বজায় রাখা।
  • অফিসের আসবাবপত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
  • অফিস রুম পরিচ্ছন্ন রাখা ।
  • অফিসের প্রয়োজনীয় কাজে বাহিরে যাওয়া ।
  • অফিস ফাইল/ডকুমেন্টেশন সরবরাহের একটি তালিকা রাখা।
  • অফিস রক্ষণাবেক্ষণের জন্য সমস্ত বিভাগের পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ/যোগাযোগ করা।
  • অফিসের সমস্ত লাইট, এসি, ফ্যান, দরজা এবং জানালা ইত্যাদি বন্ধকরণ নিশ্চিত করা।
  • অফিসের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দের এবং ভিজিটরদের চা, কফি ও নাস্তার ব্যবস্থা করা।
  • অফিসের নিরাপত্তা বজায় রাখা।
  • প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলা ।
  • দায়িত্ববোধ, সৎ ও আন্তরিক থাকা ।
  • কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত দ্বায়িত্ব পালনে সার্বিক সাপোর্ট প্রদান করা।
চাকরির ধরণ : ফুল-টাইম

শিক্ষাগত যোগ্যতা :  যে কোন বোর্ড হতে নূন্যতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ প্রার্থীরা আবেদন করার  সুযোগ পাবেন।

অভিজ্ঞতা : অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। অভিজ্ঞতা ছড়াই আবেদন করা যাবে। যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তারা কাজের ক্ষেত্রে বাড়তি কিছুটা সুবিধা উপভোগ করতে পারবেন।

নারী ও পুরুষ :  উভয়ই প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন।

বয়স : ১৮ হতে ৫৬বছর এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
 
বেতন ও ভাতাদি : ১৮,০০০ টাকা -২২,০০০ টাকা মাসিক ।।  আলোচনা সাপেক্ষ (অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভর করে)। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
 
কর্মস্থল : খুলনা, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট

অন্যান্য বিষয়সমূহ ও প্রযোজ্য : বয়স লিমিট ৫৬ বছর পর্যন্ত। ইংরেজী ও বাংলা ভাষায় সাবলিলভাবে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। র্ধৈয ধরে কাজ করার মানসিকতা ও নতুন নতুন জ্ঞান অর্জনের আগ্রহ থাকতে হবে। দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জুন ২০২৩ইং তারিখের মধ্যে সম্পূর্ণ আপডেট সিভি, ফরম্যাট অনুযায়ী কভার লেটার, পাসপোর্ট সাইজের ৩ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদসহ  স্ক্যান করে ফোল্ডার আকারে প্রতিটি ডকুমেন্ট ফরম্যাট অনুযায়ী ক্রমান্বয়ে সাজিয়ে প্রতিষ্ঠানের ইমেইল ঠিকানায় career@munshicorp.com পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই "কভার কোড" উল্লেখ করতে হবে। সঠিকভাবে আবেদনপত্র জমা না হলে আবেদনপত্রটি বাতিল করা হবে।

সম্পূর্ণ আবেদন প্রক্রিয়ার সাপোর্ট এবং সঠিকভাবে আবেদন করতে যোগাযোগ করুন 01757-62-22-34 অথবা ফেসবুক পেইজ ইনবক্স করুন Facebook Inbox

চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম : মুন্সি এইচ আর সল্যুশনস লিমিটেড
  • প্রতিষ্ঠানের ঠিকানা : ভাটারা, গুলশান, ঢাকা -১২১২
  • চাকিরর ধরণ : সরকারি আউটসোসিং প্রজেক্ট
  • প্রতিষ্ঠানের ধরণ : বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান
  • পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ০২টি
  • খালি পদের সংখ্যা : সর্বমোট ৭৩৪টি (সম্ভাব্য)
  • সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : নিম্নে সার্কুলার দেওয়া আছে
  • চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : ইমেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে
  • আবেদনের মাধ্যম : ইমেইল ঠিকানা : career@munshicorp.com
  • আবেদন ফি : প্রযোজ্য নয় 
  • ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : পরবর্তীতে ইমেইল/ফোনে জানিয়ে দেওয়া হবে

 সরকারি প্রজেক্টে চাকরির নিয়োগ সার্কুলার ২০২৩

সরকারি প্রজেক্টে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ‌্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।

আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: