ইজি ফ্যাশন লিমিটেড শোরুম সেলসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ইজি ফ্যাশন লিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। Easy Fashion Limited Job Circular 2024। বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড "ইজি ফ্যাশন লিমিটেড"। নিয়োগ সার্কুলার অনুযায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। ক্লোথিং বা ফ্যাশন হাউজের সেলস মার্কেটিং অপারেশন কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও ক্যারিয়ার ডেভলাপমেন্ট করতে ইচ্ছুক ফ্রেশার প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের সার্কুলার বর্ণিত উপায়ে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল। ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
ইজি ফ্যাশন লিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি |
আবেদনের শেষ তারিখ : ৩০ আগস্ট ২০২৪ইং
ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পদের নাম : শো-রুম সেলসম্যান (Showroom Salesman)
খালি পদের সংখ্যা : ২০০টি ।। পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে
দ্বায়িত্ব ও কর্তব্য :
- শো-রুমের সেলস কাজে পারদর্শী হতে হবে এবং দৈনিক সেলস টার্গেট অর্জন করতে হবে। দলগত পরিবেশে মিলেমিশে আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম এবং নির্ভরযোগ্যতার প্রদর্শন করে শো-রুমের সাবোর্চ্চ বিক্রয় নিশ্চিত করতে হবে।
- নতুন ফ্যাশন টেন্ড সর্ম্পকে সচ্ছ ধারণা রেখে শো-রুমের ডিসপ্লে সেটআপ করতে হবে।
- প্রোডাক্ট প্রদর্শণীর ব্যাপারে সচ্ছ ধারণা নিয়ে শো-রুমের পরিবেশ সুন্দর রাখতে হবে। প্রোডাক্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- কাষ্টমারকে গুরুত্ব সহকারে দেখতে হবে। সুন্দর কথাবার্তা, আচার-আচরণ ও অসাধারণ পণ্য জ্ঞানের মাধ্যমে কাষ্টমারকে সবোর্চ্চ প্রাধান্য দিয়ে ডিউটি পালন করতে হবে।
- শো-রুমের স্টক এবং সেলস হিসাব যথাযথভাবে রাখতে হবে। প্রতিনিয়ত শো-রুমের স্টক গুনতে হবে এবং ম্যানেজারকে রিপোর্ট করতে হবে। দৈনিক এবং মাসিক সেলস হিসাব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে।
- আপনার চাকুরীর অন্যান্য শর্তাবলী প্রতিষ্ঠানের নিয়ম ও নির্দেশ মোতাবেক নিয়ন্ত্রিত হইবে।
চাকুরির ধরণ : ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম এইচএসসি বা সমমান পাশ হতে হবে।
অভিজ্ঞতা
: আবশ্যক নয়। তবে একই জাতীয় প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে এক বছর বা তোতোধিক বাস্তব অভিজ্ঞতা
সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পুরুষ/মহিলা : শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেবন।
বয়স : ১৮ হতে ২৮ বছর এবং উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি
কর্মস্থল : বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মানসকিতা থাকতে হবে।
বেতন
ও ভাতাদি : ১২-১৪ হাজার টাকা মাসিক বেতন (অভিজ্ঞতার উপর নির্ভর করবে)। দৈনিক ১% সেলস্ ইনসেনটিভ। ঢাকার বাহিরের শাখার জন্য বাসস্থান সুাবিধা।। এছাড়াও
প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য
যোগ্যতাসমূহ : বয়স লিমিট ২৮ বছর পর্যন্ত। শো-রুমের সেলস কাজে পারদর্শীদের অগ্রাধীকার দেওয়া হবে। ইংরেজি এবং বাংলায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা
থাকতে হবে। । সৃজনশীল কাজের
মানসিকতা ও চৌকস পরিশ্রমী হতে হবে। উদ্যমী ও যে কোন পরিস্থীতি নিয়ন্ত্রণ
করার মনবল থাকতে হবে। নিজের কাজে আত্মবিশ্বাসী হতে হবে ।
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিবে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস
আগ্রহী প্রার্থীদের আপডেট ছবিসহ সিভি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের কপি সহ আগামী ৩০ আগস্ট ২০২৪ইং তারিখের মধ্যে (ইজি ফ্যাশন লিমিটেড) অফিসিয়াল ইমেইল ( hreasyfashion@gmail.com ) পাঠাতে হবে। অবশ্যই ইমেইল এর Subject এর স্থলে "Showroom Salesman" উল্লেখ করে সিভি ইমেইল করতে হবে।
বেসরকারি চাকরির খবরা-খবর আপডেট ২০২৪
চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম : ইজি ফ্যাশন লিমিটেড ।। Easy Fashion Limited
- প্রতিষ্ঠানের
ঠিকানা : ৩৪/বা মালিবাগ চৌধুরী পাড়া. ঢাকা
- চাকিরর ধরণ : বেসরকারি চাকরি
- প্রতিষ্ঠানের ধরণ : ফ্যাশন ব্র্যান্ড
- পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ০১টি
- খালি পদের সংখ্যা : সর্বমোট ২০০টি (সম্ভাব্য)
- সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : চাকরির সার্কুলার নিম্নে সংযুক্ত করা রয়েছে
- চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : নির্ধারিত ইমেইলে আপডেট সিভি প্রদান করুন
- আবেদনের মাধ্যম : ইমেইল ঠিকানা : hreasyfashion@gmail.com
- আবেদনের জন্য ডকুমেন্টসমূহ : আপডেট সিভি ও ছবি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ
- আবেদন ফি : প্রযোজ্য নয়
- ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : পরবতীতে জানিয়ে দেওয়া হবে।
ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ সার্কুলার ২০২৪
বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ
উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন
0 মন্তব্য সমূহ: