এই মাত্র
লোডিং...
৪৬ তম বিসিএস নিয়োগ সার্কুলার ২০২৩ প্রকাশিত : ৩১৪০ জন ক্যাডার খালি পদ

৪৬ তম বিসিএস নিয়োগ সার্কুলার ২০২৩ প্রকাশিত : ৩১৪০ জন ক্যাডার খালি পদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “সরকারী কর্ম কমিশন” (পিএসসি) কর্তৃক ৪৬ তম বিসিএস সাধারণ সার্কুলার ২০২৩ প্রকাশিত হয়েছে। নিয়োগ সার্কুলার অনুযায়ী ৪৬তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে ২৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৩ হাজার ১৪০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে বি.সি.এস স্বাস্থ্য ক্যাডারে নেওয়া হবে সবচেয়ে বেশি (১৬৯৮টি), বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদসংখ্যা থাকছে ৫২০টি।অপরদিকে প্রশাসনে ১১০টি পুলিশে ১১৭টি পররাষ্ট্রে ১১৫টি অডিটে ১১২টি ট্যাক্সে ১১৪টি কাষ্টমস ১১৩টি সমবায়ে ১১৯টি ডেন্টাল সার্জন ১৬ জন এবং অন্যান্য ক্যাডারে রয়েছে বাকিপদসমূহ । ৩০ নভেম্বর ২০২৩ইং তারিখে ৪৬ তম বিসিএস সার্কুলার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি কর্তৃক এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৩ইং

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ প্রকাশিত

সরকারী কর্ম কমিশন কর্তৃক ৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩

৪৬ তম বিসিএস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

  • বিসিএস আবেদন করার প্রক্রিয়া শুরুর তারিখ : ১০ ডিসেম্বর ২০২৩ইং
  • আবেদন করার প্রক্রিয়া জমাদানের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৩ইং
  • ৪৬ তম বিসিএস ক্যাডারের সর্বমোট ক্যাটাগরি বা শ্রেণি সংখ্যা : ২৩টি
  • ৪৬ তম বিসিএস সর্বমোট ক্যাডার পদ সংখ্যা : ৩,১৪০টি
  • ৩০ নভেম্বর ২০২৩ প্রকাশিত ৪৬ তম বিসিএস সার্কুলার পিডিএফ : 
  • ৪৬ তম বিসিএস ২০২৩ইং আবেদন লিংক : http://bpsc.teletalk.com.bd
  • বিসিএস ৪৬ তম এর আবেদন ফি : ৭০০ টাকা
  • বিসিএস আবেদন ফি পরিশোধ এর মাধ্যম : টেলিটক প্রিপেইড অপারেটর   

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৫৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ক) বিসিএস ৪৬ তম সাধারণ ক্যাডার খালি পদ সংখ্যা ৪৮৯

১। ক্যাডার নাম বিসিএস (প্রশাসন )।।  পদের নাম : সহকারী কমিশনার ।।  খালি পদ : ২৭৪    

২। বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ।। পদের নাম : সহকারী সচিব ।। খালি পদ : ১০

৩। বিসিএস (পুলিশ) ।। পদের নাম : সহকারী পুলিশ সুপার ।। খালি পদ : ৮০

৪। বিসিএস (আনসা) ।। পদের নাম : সহকারী পরিচালক/সহকারী জেলা কমান্ড্যান্ট/ব্যাটালিয়ন উপ-অধিনায়ক ।। খালি পদ : ১৪

৫। বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ।। পদের নাম : সহকারী মহা-হিসাবরক্ষক ।। খালি পদ : ০৪

৬। বিসিএস (কর) ।। পদের নাম : সহকারী কর কমিশনার ।। খালি পদ : ৩৮

৭। বিসিএস (শুল্ক ও আবগারি) ।। পদের নাম  সহকারী কমিশনার ।। খালি পদ : ০৬

৮। বিসিএস (সমবায়) ।। পদের নাম : সহকারী নিবন্ধক ।। খালি পদ : ০৭ 

৯। বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) ।। পদের নাম : সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ।। খালি পদ : ০২

১০। বিসিএস (তথ্য) ।। পদের নাম : সহকারী পরিচালক/তথ্য অফিসার/গবেষণা কর্মকর্তা/সমমানের পদ ।। খালি পদ : ১১
সহকারী পরিচালক (অনুষ্ঠান) ।। খালি পদ : ১৩
সহকারী বার্তা নিয়ন্ত্রক ।। খালি পদ : ০৯

১১। বিসিএস (ডাক) ।। পদের নাম : সহকারী পোস্টমাস্টার ।। খালি পদ : ০৪

১২। বিসিএস (পরিবার পরিকল্পনা) ।। পদের নাম : পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সাধারণ) ।। খালি পদ : ১৫

১৩। বিসিএস (খাদ্য) ।। পদের নাম : সহকারী খাদ্য নিয়ন্ত্রক/সমমানের পদ ।। খালি পদ : ০২

সরকারি চাকরির সর্বশেষ আপডেট খবর দেখুন

৪৬ তম বিসিএস সাধারণ ক্যাডার ও খালি পদ সংখ্যা ৪৮৯টি

খ) বিসিএস প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার খালি পদ সংখ্যা ২০৭৪

৪৬ তম বিসিএস প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার পদ সংখ্যা ২০৭৪

গ) ৪৬ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার খালি পদ সংখ্যা ৫২০

৪৬ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার খালি পদ সংখ্যা ৫২০

সাপ্তাহিক সর্বশেষ চাকরি পত্রিকার আপডেট দেখুন

ঘ) বিসিএস ৪৬ তম কারিগরি শিক্ষা ক্যাডার খালি পদ সংখ্যা ৫৭

৪৬ তম বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার খালি পদ সংখ্যা ৫৭

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ‌্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।

আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: