সারাদেশে বেকারদের জন্য কাজের সুযোগ দেবে অলস্টোরবিডি | BD Job circular 2024
অলস্টোরবিডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। AllStoreBD Job Circular 2024। বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক প্রডাক্ট সোর্সিং এন্ড বিজনেস নেটওয়ার্ক প্লাটফরম। দেশী-বিদেশী সর্বমোট ৩০ এর অধিক ইম্পোর্টার এবং ১০০ এর অধিক সোর্সিং পার্টনার নিয়ে গঠিত একটি যৌথ প্লাটফরম। দেশ ও বিদেশ থেকে বিভিন্ন ধরনের প্রডাক্ট সোসিং করে সারাদেশে ক্যাম্পেইন আকারে সেলস জেনারেট করা হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা থেকে নূন্যতম একজন করে বেকার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলা/উপজেলা প্রতিনিধি কাম ড্রপ শিপার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সার্কুলার বর্ণিত উপায়ে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল।
অলস্টোরবিডি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি |
আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর ২০২৪ইং
অলস্টোরবিডি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পদের নাম : প্রতিনিধি কাম ড্রপ শিপার
খালি পদ সংখ্যা : প্রতিটি জেলা/উপজেলা হতে সর্বমোট ৪৯৫ জন ।
দ্বায়িত্ব ও কর্তব্য :
- আপনাকে শুধুমাত্র সেলস / অর্ডার সংগ্রহ করতে হবে।
- প্রতিষ্ঠান/প্রডাক্ট সম্পর্কে আপনার এরিয়ার কাষ্টমার সাথে সেতুবন্ধন তৈরি করতে হবে।
- ডেলিভারি থেকে সম্পূর্ণ দ্বায়িত্ব প্রতিষ্ঠান বহন করবে।
- ইম্পোর্টার ও সোর্সিং পার্টনার থেকে প্রাপ্ত প্রডাক্ট সেলস নিশ্চিত করা।
- নিজ নিজ এরিয়া থেকে প্রতি মাসের সেলস টার্গেট ফিলাপ করার চেষ্টা করা।
- নিজস্ব সেলস টেকনিক বা পদ্ধতি অবলম্বন করে সেলস বৃদ্ধি করা।
- ক্যাম্পেইন ও ইভেন্ট ভিত্তিক সেলস জেনারেট, অফার সেলস এবং প্রমোশন করা।
- ক্ষেত্র বিশেষে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট প্রদান করা চেষ্টা করা।
- সার্বিকভাবে বিভিন্ন ধরণের সাপোর্ট প্রদানের মনোভাব রাখা।
চাকরির ধরণ : ফুল-টাইম ।। (চুক্তিভিত্তিক)
শিক্ষাগত
যোগ্যতা : যারা সম্পূর্ণ বেকার বা অধ্যয়নরত শিক্ষার্থী তাদের প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও নূন্যতম এসএসসি পাশ যে কেউ যুক্ত হতে পারেন
ঢাকায় লোকবল খুঁজছে নবারুণ পাবলিকেশন
চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম : অলস্টোরবিডি ।। AllStoreBD
- প্রতিষ্ঠানের
ঠিকানা : https://www.facebook.com/groups/allstorebd
- চাকিরর ধরণ : বেসরকারি চাকরি
- প্রতিষ্ঠানের ধরণ : বিজনেস নেটওয়ার্ক এন্ড প্রডাক্ট সোর্সিং প্লাটফরম
- পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ০১টি
- খালি পদের সংখ্যা : সর্বমোট ৪৯৫টি (সম্ভাব্য)
- সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : নিম্নে সার্কুলার দেওয়া রয়েছে
- চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : অনলাইনে মাধ্যমে আবেদন করত হবে
- আবেদনের মাধ্যম : এখান থেকে আবেদন করুন
- আবেদনের জন্য ডকুমেন্টসমূহ : আপডেট সিভি ও ছবি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ
- আবেদন ফি : প্রযোজ্য নয়
- ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : পরবর্তীতে ফোনে বা ইমেইলে জানিয়ে দেওয়া হবে
চলমান বেসরকারি চাকরির আপডেট
অলস্টোরবিডি নিয়োগ সার্কুলার ২০২৪
বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ
উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন
0 মন্তব্য সমূহ: