স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। আইএসও সনদপ্রাপ্ত এবং দেশের অন্যতম শীর্ষ স্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। নিয়োগ সার্কুলার অনুযায়ী নিম্নোক্ত বেশকিছু খালি পদ সমূহে পরিশ্রমী ও উদ্যমী জনবল নিয়োগ প্রদান করা হবে। সার্কুলার বর্ণিত সকল নিয়োগ শর্তাদি ও বেতন বিধি অনুসরণ করে এই নিয়োগ প্রক্রিয়াতে প্রার্থীদের অংশ নিতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
আবেদনের শেষ তারিখ : ১১ আগষ্ট ২০২২ইং
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম | সেলস অফিসার |
ডিপার্টমেন্ট | সেলস এন্ড মার্কেটিং |
খালি পদের সংখ্যা | সম্ভাব্য ৬৫টি |
প্রতিষ্ঠানের ধরণ | দেশীয় টয়লেট্রিজ ও কসমেটিক প্রডাক্ট উৎপাদানকারী প্রতিষ্ঠান |
দ্বায়িত্ব ও কর্তব্য | দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা । বিক্রয় লক্ষ্য অর্জন করা ও নিয়মিত রিপোর্ট প্রদান পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা। |
চাকুরির ধরণ | ফুল টাইম |
শিক্ষাগত যোগ্যতা | সর্বনিম্ন এইচ.এস.সি পাশ/স্নাতক অধ্যয়নরত |
বয়স | ১৮ থেকে ৩২ বছর |
পুরুষ/মহিলা | শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। |
অভিজ্ঞতা | একই ধরণের প্রতিষ্ঠানে একই পদে ০১-০৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন থাকলে অগ্রাধিকার। |
বেতন-ভাতা | মাসিক বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়াও প্রতিষ্ঠান কর্তৃক অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতাদি। |
সুযোগ-সুবিধা | > বেতন পর্যালোচনা: বার্ষিক > উৎসব বোনাস: ২টি (বার্ষিক) > সেলস কমিশন ও অন্যান্য সুযোগ সুবিধা |
কর্মস্থল | বাংলাদেশের যে কোন স্থানে |
অন্যান্য যোগ্যতা | উপস্থিত জ্ঞান সম্পন্ন। দেশের যেকোন স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে। |
প্রয়োজনীয় ব্যক্তিগত দক্ষতা | ১। সৃজনশীল কাজের মানসিকতা ও চৌকস পরিশ্রমী হতে হবে। ২। কার্যকর আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা ৩। চমৎকার বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা ৪। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা, সক্রিয়ভাবে সঞ্চালন এবং নেতৃত্ব দেওয়ার সাহস ৫। দ্রুত নতুন পরিবেশ এবং নেটওয়ার্কের সাথে সামঞ্জস্য করার ক্ষমতা। ৬ উচ্চ কর্মজীবনের আকাঙ্খা এবং স্ব-প্রেরণা |
বিভিন্ন পদে নারী কর্মী নিয়োগ দিবে অলংকার নিকেতন
চাকরির আবেদনের শর্তাবলি ও নিয়মাবলী
প্রতিষ্ঠানের নাম : স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
সর্বমোট পদের সংখ্যা : সম্ভাব্য ৬৫টি (নির্দিষ্ট নয়)
অনলাইন আবেদন শুরুর তারিখ : ২৫/০৭/২০২২ সকাল ১০ ঘটিকা হইতে
অনলাইন আবেদন ফরম পূরণের শেষ তারিখ : ১১/০৮/২০২২ রাত ১১ ঘটিকার মধ্যে
চাকরির আবেদন করার পদ্ধতি : নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইন/অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে
আবেদন ফি / চার্জ : প্রযোজ্য নয়
চাকরির আবেদন জন্য ইমেইল : [email protected]
সম্পূর্ণ চাকরির সার্কুলার দেখতে : নিচে সার্কুলার প্রদান করা হয়েছে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চাকরির নিয়োগ সার্কুলার ২০২২

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ