বাংলাদেশের সর্ববৃহত্তম অনলাইন ভিত্তিক পাইকারী প্রডাক্ট সোসিং ও সরবরাহকারী এবং ইম্পোর্টার প্রতিষ্ঠান অলস্টোরবিডি.কম (AllStoreBD)।বিভিন্ন ব্র্যান্ডের গ্যাজেট আইটেম (স্মার্টফোন ও ফিচার ফোন) পিসি ও মোবাইল এক্সোসরিজ এছাড়াও বিদেশী চকলেট কসমেটিক নিজস্ব টেক্সটাইলে উৎপাদিত লুঙ্গি ও গামছা ইত্যাদি বিভিন্ন দেশে বিদেশী প্রণ্যের সমাহার।বাংলাদেশে সকল প্রান্তিক পর্যায়ের গ্রাহক বা কাষ্টমার এবং দোকান মালিকদের একভূত একটি নেটওর্য়াকের আওতায় আনার কাজ চলছে।
একই সাথে বর্তমান বাংলাদেশের বেকার তরুণ তরুণী এছাড়াও ছাত্র-ছাত্রীদের কাজের সুযোগ তৈরি করার লক্ষ্যে দেশীব্যাপী এরিয়া বা গ্রাম অথবা ইউনিয়ন পর্যায়ে চুক্তিভিত্তিক (প্রশিক্ষণকালীন-৬মাস) প্রাথমিক অবস্থায় “প্রতিনিধি পার্টনার” বা “এরিয়া ম্যানেজার” হিসেবে নিয়োগ প্রদান করা হবে।প্রতিষ্ঠানের সকল বর্ণিত নিয়োগবিধি ও শর্তাবলী আবশ্যকভাবে অনুসরণ পূর্বক কাজ করতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হল।
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারী ২০২১ইং
অলস্টোরবিডি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

“প্রতিনিধি পার্টনার” বা “এরিয়া ম্যানেজার” পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম | প্রতিনিধি পার্টনার বা এরিয়া ম্যানেজার |
খালি পদের সংখ্যা | নির্দিষ্ট নয় ( এরিয়া খালি থাকা সাপেক্ষে দেশের প্রতিটি ইউনিয়ন ভিত্তিক ১/২ জন করে ) |
কাজের ধরণ / দ্বায়িত্বসমূহ | ০। নিজস্ব এরিয়াতে প্রডাক্টের মার্কেটিং ও নতুন গ্রাহক তৈরি করা। ১। অলস্টোবিডি প্রডাক্ট ও সার্ভিস সম্পর্কে পজিটিভ ধারণা তুলে ধরা। ২। অনলাইন ভিত্তিক কেনাকাটায় মানুষকে সচেতন ও ধারণা প্রদান। ৩। গ্রাহকদের সকল ধরণের সার্পোট এবং ফিডব্যাক গ্রহণ ও অবহিত করণ। ৪। বিভিন্ন ধরণের অফার ও ক্যাম্পিং এছাড়া নতুন প্রডাক্টের মার্কেটিং করা। ৫। প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করা ও রিটেইল বিক্রি বৃদ্ধি ৬। নিজস্ব এরিয়ার দোকান/প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ৭। প্রডাক্ট ডেলিভারি ও দৈনিক অথবা সাপ্তাহিক রিপোর্ট তৈরি করা। ৮। নিজস্ব এরিয়া ও জেলার টীমমেডদের সাথে সংযোগ ও সম্পর্ক তৈরি। ৯। বড় ধরণের ইভেন্ট তৈরির পরিকল্পনা এবং হেড-অফিসে অবহিত করণ। |
চাকুরির ধরণ | ফুল টাইম (চুক্তিভিত্তিক প্রশিক্ষণকালীন-৬মাস) মাসে সর্বনিম্ন – ৩০টি অর্ডার করার সক্ষমতা থাকতে হবে। |
শিক্ষাগত যোগ্যতা | এইচ.এস.সি বা সমমান পাশ (সৎ ও বিশ্বাসী এবং পরিশ্রমী হলে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য) |
বয়স | ১৮ থেকে ৩৫ বছর |
পুরুষ/মহিলা | উভয়ই |
অভিজ্ঞতা | সেলস এন্ড মার্কেটিং বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার |
বেতন | আলোচনা সাপেক্ষ (প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা + কমিশন ) ৬ মাস পর ১২,০০০ মাসিক + আনুতোষিক |
কর্মস্থল | বাংলাদেশের যে কোন স্থানে |
অন্যান্য যোগ্যতা | কম্পিউটার চালনায় পারদর্শি ও সেইসাথে ইন্টানেট ব্যবহারের মাধ্যমে আন্তযোগাযোগ ও বিভিন্ন কাজ সম্পদান করার যোগ্যতা থাকতে হবে।সৃজনশীল কাজের মানসিকতা ও চৌকস পরিশ্রমী হতে হবে। উদ্যমী ও যে কোন পরিস্থীতি নিয়ন্ত্রণ করার মনবল থাকতে হবে। নিজের কাজে আত্মবিশ্বাসী হতে হবে । টীম লিডিং,মার্কেট প্ল্যানিং ও অপারেশন, প্রিপেয়ার সেলস বাজেটউপস্থাপনা দক্ষতা সম্পন্ন, বাজার গবেষণা বিষয়ে বিশেষভাবে পারদর্শী। |
শুধুমাত্র যোগ্য প্রার্থীদের উপরোক্ত চাকরির উল্লেখিত দ্বায়িত্ব ও শর্তসমূহ অবগত হয়ে নিজেকে সঠিক প্রার্থী বিবেচনায় এই চাকরির আবেদন করতে : পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিভি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ নির্ধারিত তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে । যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন । হ্লেপ-লাইন + ইমো + হোয়াটসঅ্যাপ 01626-584340
এখান থেকে চাকরির আবেদন অনলাইন ফর্ম পূরণ করুন
বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ