এই মাত্র
লোডিং...
কোটা পদ্ধতি বাতিল, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা : সংসদে
প্রধানমন্ত্রী

কোটা পদ্ধতি বাতিল, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

সরকারি চাকুরিতে নিয়োগের কোটা পদ্ধতিতে সংস্কারের দাবিতে আন্দোলন করেছে সারা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান । রাজ পথে ছিল ৫ দফা দাবির জন্য অবরোধ কর্মসূচি। আন্দোলনকারীদের মধ্যে টান টান উত্তেজনায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা এতে একগ্রতা প্রকাশ করেন শিক্ষকসহ মুক্তিযোদ্ধর সন্তান ও সমাজের সকল শ্রেণীর মানুষ। যান চলাচল বন্ধ ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ্য প্রায় সকল সড়কে। রাজধানীসহ সারাদেশে ছিল অবরোধ কর্মসূচি । এতে করে ঢাকার সাথে সকল জেলার সড়ক ও রেলপথ বন্ধ হয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হওয়ার উপক্রম হয়। স্যোশাল সাইট ফেসবুকের মাধ্যমে আন্দোলনকারীরা ৫ দফা দাবি আদায়ের জন্য জনসমর্থন গড়ে তুলে। তথ্যগুলো অতিদ্রুত সবার কাছে পৌছে যাওয়ার ফলে আন্দোলনকারীরা একে অপের সংঙ্গে কানেকশন করে বিস্তৃতভাবে খুব সহজেই একটি অনলাইন কমিটি গঠন করতে সক্ষম হয়েছে।

কোটা পদ্ধতি বাতিল

কোটা পদ্ধতি বাতিল সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রী

কোটা পদ্ধতিতে সংসদে প্রধানমন্ত্রীর সরাসরি বক্তব্য :  কোটা সংস্কার করতে গেলে পরে দেখা যাবে আরেক মহল পুনরায় আবার কোটা সংস্কার নিয়ে দাবি ওঠাচ্ছে, কোটা থাকলেই কোটা সংস্কারের দাবি অাসে আর না থাকলে কোটা সংস্কারের কোন ঝামেলাই নাই। কাজেই কোটা পদ্ধতির থাকার্‌ই কোন দরকার নেই। এবং যখন আলোচনা হয়েছে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংঙ্গে তাদের যে প্রতিনিধি ছিল, তারা সুপষ্টভাবে বলে দিয়েছে কোটা ছাড়া তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। খুব ভালো কথা, অামি খুবই খুশি, তারা চায় না তাহলে আর দরকার কি ? তাহলে কোটা পদ্ধতি কোন দরকার নেই। আর যারা এরকম প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে, তাদেরকে আমরা বিশেষ পদ্ধতিতে চাকুরীর ব্যবস্থা করে দিতে পারব। কোটা নিয়ে এই আন্দোলন আমি শিক্ষার্থীদের বলব তাদের আন্দোলন তারা করেছে যথেষ্ঠ এখন তারা ক্লাসে ফিরে যাক। আর ভিসি বাসভবনে যারা হামলা করেছে, লুটপাট কারা করছে আর লুটপাটের মালামাল কথায় রয়েছে ? এই আন্দোলনকারী ছাত্রদেরই তা খুঁজে বের করতে হবে।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ
উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: