চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।নিয়োগ সার্কুলার অনুযায়ী নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ পূরণের জন্য জনবল নিয়োগ প্রদান করা হবে।সরকারি বেতন বিধি ও সার্কুলার বর্ণিত সকল শর্তাদি অনুসরণ করে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২১ইং
পদের নাম | পদ-সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
১। সহকারী হারবার মাষ্টার বেতন : ৪৩,০০০-৬৯,৮৫০ (মাষ্টার মেরিনার) বেতন : ৩৫,০০০-৬৭,০১০ (নন মাষ্টার মেরিনার) | ০২ | মাষ্টার (এফজি) বা ১ম শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসেবে ০২ বৎসরের অভিজ্ঞতা অথবা ৩য় শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে ০৮ বৎসরের সামুদ্রিক অভিজ্ঞতা। |
২। পাইলট বেতন : ৩৫,০০০-৬৭,০১০ | ০৪ | ২য় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসাবে ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা। অথবা ৩য় শ্রেণি (ডেক) কম্পিউটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে ০৮ বৎসরের সামুদ্রিক অভিজ্ঞতা। |
৩। ইন্সট্রাক্টর (টেকনিক্যাল) বেতন : ২২,০০০-৫৩,০৬০ | ০১ | অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে যান্ত্রিক অথবা বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতক ডিগ্রীধারী হইতে হইবে। |
৪। ফার্মাসিষ্ট বেতন : ১২,৫০০-৩০,২৩০ | ০৪ | কমপক্ষে এসএসসি/এইচএসসি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। খ) ডিপ্লোমা ইন ফার্মেসী কোর্স সনদ থাকতে হবে। |
৫। সিনিয়র স্টাফ নার্স বেতন : ১২,৫০০-৩০,২৩০ | ০২ | ন্যূনপক্ষে এসএসসি/এইচএসসিসহ নার্সিং কাউন্সিল হতে সাধারণ নাসিং এবং ধাত্রী বিদ্যায় ডিপ্লোমা। |
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স নিয়োগ সার্কুলার
চাকরির আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী
১। আবেদনকারীকে চট্রগাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইটে অনলাইন চাকুরীর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে।
২। অনলাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০ X ৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ২৫ কিলোবাইটের জেপিজি/জেপিইজি ফরমেটে সদ্য তোলা রঙ্গিন ছবি এবং ৩০০ x ৮০ সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে।
৩। ৩। অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত তার আবেদনের একাধিক প্রিন্ট কপি (হার্ড কপি) ও একই রেজিষ্ট্রেশন নম্বর সম্বলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে-শ্লীপ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে।সোনালী ব্যাংকের যে কোন শাখায় (পোর্ট শাখা, চট্রগ্রাম ব্যতিত) উক্ত পে-শ্লীপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অংকের ফি ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ডিটি গ্রহণযোগ্য নয়) এবং আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।নিয়োগ পরীক্ষায় ফি ০১ হতে ০৩নং ক্রমিকের পদের জন্য ২০০ টাকা ক্রমিক ০৪ ও ০৫ নং এর পদের ক্ষেত্রে ১০০টাকা।
৪। আবেদনকারী প্রার্থীদেরকে অন-লাইন আবেদনের কপির সাথে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরুপ সকল সনদ ট্রান্সক্রিপ্ট/মার্কশীট,জাতীয়তা সনদ,জাতীয় পরিচয়পত্র,প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রভূতির সত্যায়িত কপি সংযুক্ত করে আবেদনের ১৫ দিনের মধ্যে পরিচালক (প্রশাসন) চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর চট্রগ্রাম বরাবরে প্রেরণ করতে হবে।অবশ্যই খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
৫। কর্তৃপক্ষ কোন প্রার্থীর আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।নিয়োগের ক্ষেত্রে চবক এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরির নিয়োগ সার্কুলার ২০২১

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ