
বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন ও বুরো নার্সিং ইনষ্টিটিউট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। Burrow Health Care Foundation and Burrow Nursing Institute Job Circular 2023। বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন, টাঙ্গাইল কর্তৃক পরিচালিত বুরো নার্সিং ইনষ্টিটিউট, টাঙ্গাইল-এর জন্য নিম্নে উল্লেখিত পদসমূহে কর্মী নিয়োগ দেয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী হতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল। বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন ও বুরো নার্সিং ইনষ্টিটিউট নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
![]() |
বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ |
আবেদনের শেষ তারিখ : ১০ এপ্রিল ২০২৩ইং
বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
১। পদের নাম : উপাধ্যক্ষ ।। শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইন নার্সিং ও এমএসসি ইন নার্সিং / এম পি এইচ ।। অভিজ্ঞতা : সুপ্রতিষ্ঠিত যে কোন সরকারী / বেসরকারী নার্সিং কলেজ / ইনষ্টিটিউট -এ সংশ্লিষ্ট কাজে ০৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৪৫ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ।।
২। পদের নাম : সিনিয়র ম্যানাজার(অপারেশন) ।। শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস / মাস্টার্স ডিগ্রী ।। অভিজ্ঞতা : হাসপাতাল পরিচালনায় ০৮-১০ বৎসরের বাস্তব কাজের অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৪৫ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
৩। পদের নাম : নার্সিং ইনস্ট্রাক্টর ।। শিক্ষাগত যোগ্যতা : এমএসসি ইন নার্সিং/এমপিএইচ ।। অভিজ্ঞতা : সুপ্রতিষ্ঠিত যে কোন সরকারী / বেসরকারী নার্সিং কলেজ/ইনষ্টিটিউট - এ শিক্ষকতা পেশায় ০২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৩৫ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
৪। পদের নাম : ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর ।। শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইন নার্সিং ।। অভিজ্ঞতা : ০২ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৩৫ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
৫। পদের নাম : লাইব্রেরীয়ান ।। শিক্ষাগত যোগ্যতা : গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য ও বিজ্ঞান বিষয়ে স্নাতক ।। অভিজ্ঞতা : ০২ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা এবং কস্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ।। বয়স : সর্বোচ্চ ৩৫ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
৬। পদের নাম : আইটি সহকারী/কম্পিউটার অপারেটর (মহিলা) ।। শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন কম্পিউটার, ইংরেজী ও বাংলা টাইপিং-এপ্রতি মিনিটে সর্বনিম্ন ২০শব্দ। কম্পিউটারের MSWord, MSExcel,PowerPoint, Photoshop, Graphics Design এ দক্ষ হতে হবে। ।। অভিজ্ঞতা : ০২ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৩৫ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
৭। পদের নাম : হোস্টেল সুপার(মহিলা) ।। শিক্ষাগত যোগ্যতা : যে কোন বিষয়ে স্নাতক বা সমমান ।। অভিজ্ঞতা : হোস্টেল পরিচালনায় ০১ বৎসরের বাস্তব কাজের অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৪০ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
৮। পদের নাম : সহকারী লাইব্রেরীয়ান (মহিলা) ।। শিক্ষাগত যোগ্যতা : গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য ও বিজ্ঞান বিষয়ে স্নাতক ।। অভিজ্ঞতা : ০১ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৪০ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
৯। পদের নাম : হেড বাবুর্চি (মহিলা) ।। শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাশ ।। অভিজ্ঞতা : ০২ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৪০ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
১০। পদের নাম : দপ্তরী (মহিলা) ।। শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি পাশ ।। অভিজ্ঞতা : ০১ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৩০ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
১১। পদের নাম : এমএলএসএস ।। শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি পাশ ।। অভিজ্ঞতা : ০১ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৩০ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
১২। পদের নাম : সহকারী বাবুর্চি (মহিলা) ।। শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাশ ।। অভিজ্ঞতা : ০১ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৪০ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
১৩। পদের নাম : আয়া ।। শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাশ ।। অভিজ্ঞতা : ০১ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৩০ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
১৪। পদের নাম : ক্লিনার ।। শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাশ ।। অভিজ্ঞতা : ০১ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা ।। বয়স : সর্বোচ্চ ৩০ বৎসর ।। বেতন : আলোচনা সাপেক্ষ
সহকারী শিক্ষক পদে নিয়োগ দিচ্ছে হোয়াটন ইন্টারন্যাশনাল স্কুল
চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম : বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন ও বুরো নার্সিং ইনষ্টিটিউট
- প্রতিষ্ঠানের ঠিকানা : রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল-১৯০০।
- প্রতিষ্ঠান/চাকিরর ধরণ : বেসরকারি চাকরি (হেলথ ইন্স)
- পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ১৪টি
- খালি পদের সংখ্যা : সর্বমোট ৫০টি (সম্ভাব্য)
- সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : উক্ত প্রতিষ্ঠানের সার্কুলার নিম্নে সংযুক্ত
- চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : প্রযোজ্য নয়
- আবেদনের মাধ্যম : সরাসরি ডাকযোগে আবেদন পাঠাতে হবে
- আবেদনের জন্য ডকুমেন্টসমূহ : আপডেট সিভি ও ছবি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ
- আবেদন ফি : প্রযোজ্য নয়
- ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন ও বুরো নার্সিং ইনষ্টিটিউট নিয়োগ সার্কুলার
বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ |
বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।
আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ
0 মন্তব্য সমূহ: