এই মাত্র
লোডিং...
অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে নিয়োগ দিবে সার্ভিস ইঞ্জিন বিপিও (SEBPO)

অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে নিয়োগ দিবে সার্ভিস ইঞ্জিন বিপিও (SEBPO)

সার্ভিস ইঞ্জিন বিপিও (SEBPO) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত। SEBPO Job Circular 2024। সার্ভিস ইঞ্জিন বিপিও (Service Engine BPO)  কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন একটি স্বনামধন্য এবং বিপিও আইটি প্রতিষ্ঠান SEBPO। নিয়োগ সার্কুলার অনুযায়ী এক্সিকিউটিভ-ডিজিটাল এডভার্টাইজিং  (Executive - Digital Advertising) পদে বেশকিছু ফ্রেশার জনবল নিয়োগ প্রদান করা হবে।যাদের মূলত কম্পিউটার বিষয়ে বেসিক স্কিল রয়েছে এবং ইংরেজী ভাষায় যোগাযোগ করার দক্ষতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বিশেষত যারা ফ্রেশার গ্র্যাজুয়েট অভিজ্ঞতা অর্জন করতে চান এই ধরণের নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত উপায়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল। SEBPO এসইবিপিও নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

সার্ভিস ইঞ্জিন বিপিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আবেদনের শেষ তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ইং

 এসইবিপিও (SEBPO) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পদের নাম :  এক্সিকিউটিভ-ডিজিটাল এডভার্টাইজিং ।। Executive - Digital Advertising

খালি পদ সংখ্যা :  নির্দিষ্ট নয়। সম্ভাব্য পদ সংখ্যা ১০০টি

দ্বায়িত্ব ও কর্তব্য :

  • ডেস্কটপ, মোবাইল এবং ট্যাবলেট জুড়ে ট্রাফিক এবং 
  • QA প্রদর্শন এবং ভিডিও প্রচারাভিযান।
  • বিজ্ঞাপন প্রচারণা এবং সমস্যার সমাধান করা।
  • প্রচারাভিযান ডেলিভারি নিরীক্ষণ করতে বিভিন্ন তৃতীয় পক্ষের প্ল্যাটফর্ম ব্যবহার করা।
  • বিজ্ঞাপন সার্ভার থেকে রিপোর্টিং তৈরি করা এবং তৃতীয় পক্ষের অসঙ্গতি সন্ধান করা।
  • অ্যাকাউন্টে ক্রস-ফাংশনাল অংশীদারদের সাথে ওয়ার্কফ্লো এবং যোগাযোগ পরিচালনা করা।
  • প্রজেক্ট ম্যানেজমেন্ট নিশ্চিত করতে সময়সীমা নির্ধারণ করা এবং 
  • ডিজিটাল প্রচারণার রুপরেখা তৈরি করা ও সফল ফলাফল নিশ্চিত করা।

চাকরির ধরণ : ফুল-টাইম  

শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক বা সমমান পাশ।

অভিজ্ঞতা : অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। রোস্টার ভিত্তিক মর্নিং বা নাইট যে কোন সময় ৮ ঘন্টার  ভিত্তিতে ডিউটি টাইম রাখার মানসিকতা। শুধুমাত্র ইংরেজী ও কম্পিউটার বেসিক ধারণা থাকলে যে কোন স্নাতক পাশ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
 
নারী ও পুরুষ : উভয়ই প্রার্থীগণ আবেদন করা সুযোগ পাবেন।
 
বয়স : ১৮ হতে ৩২ বছর এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
 
বেতন ও ভাতাদি :  ১২,০০০-১৫,০০০ টাকা মাসিক ( অভিজ্ঞতা অনুসারে ) ওভার টাইম এবং নাইট ডিউডি বোনাস। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
 
কর্মস্থল : ঢাকা অফিস (কাওরান বাজার, মহাখালী) / ওয়ার্ক ফ্রম হোম বা বাসায় বসে চাকরি
 
অন্যান্য বিষয়সমূহ ও প্রযোজ্য : বয়স লিমিট ৩২ বছর পর্যন্ত। রোস্টার ভিত্তিক মনিং বা নাইট যে কোন সময় ৮ ঘন্টার ভিত্তিতে ডিউটি টাইম রাখার মানসিকতা। শুধুমাত্র ইংরেজী ও কম্পিউটার বেসিক ধারণা থাকলে যে কোন স্নাতক পাশ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম :  সার্ভিস ইঞ্জিন বিপিও (SEBPO)।। Service Engine BPO
  • প্রতিষ্ঠানের ঠিকানা :  নিউইর্য়ক ।। বাংলাদেশ ।। এল সালভেদর
  • প্রতিষ্ঠান/চাকিরর ধরণ : বেসরকারি চাকরি
  • পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ০১টি
  • খালি পদের সংখ্যা : সর্বমোট ১০০টি (সম্ভাব্য)
  • সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : প্রযোজ্য নয়
  • চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : https://sebpo.com/careers/
  • আবেদনের মাধ্যম : ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে
  • আবেদন ফি : প্রযোজ্য নয়
  • ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে

নির্ধারিত একটি আবেদন ফরম্যাট ব্যবহার করা আবশ্যক এবং এছাড়াও বেশকিছু নিয়ম-কানুন মেনে এই প্রতিষ্ঠানের আবেদন করতে হবে। যারা ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করতে চান এবং কাজের সুযোগ তৈরি করতে চান তারা আবেদনসহ সকল সাপোর্ট পেতে facebook.com/newselab/ এই ফেসবুক পেইজ থেকে পেইড সাপোর্ট নিতে পারবেন।  

চলমান বেসরকারি চাকরির আপডেট ২০২৪

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ‌্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।

আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: