এই মাত্র
লোডিং...
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ স্নাতক
সম্মান ভর্তি সার্কুলার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান ভর্তি সার্কুলার

মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে।ভর্তি সার্কুলার অনুযায়ী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এ,বি,সি ও ডি ইউনিটসমূহে অন্তর্ভুক্ত বিভাগগুলোতে ৪(চার) বছর মেয়াদি স্নাতক কোর্সে ভর্তি করা হবে।ভর্তি নির্দেশিকা মোতাবেক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০১৯ সকাল ০৯:০০ ঘটিকা হতে ৩১ অক্টোবর ২০১৯ রাত ১১:৫৯ পর্যন্ত।আবেদন ফি বাবদ ৫৫০ টাকা বিকাশ/রকেট/শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং মাধ্যমে পরিশোধ করতে হবে।মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২২-২৩ নভেম্বর ২০১৯ইং।নিম্নে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি আবেদন প্রক্রিয়া ও নির্দেশিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হল।

মাভাবিপ্রবি স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি সার্কুলার
মাভাবিপ্রবি স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি সার্কুলার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ভর্তি ২০১৯-২০ শিক্ষাবর্ষ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এ.বি.সি ও ডি ইউনিটসমূহে অন্তর্ভুক্ত বিভাগুলোতে ৪(চার) বছর মেয়াদি স্নাতক (ই্ঞ্জি:/সম্মান),বি.বি.এ ও ৫(পাঁচ) বছর মেয়াদি বি.ফার্ম.প্রফেশনাল প্রোগ্রামে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি হতে ই্চ্ছুক ছাত্র-ছাত্রীদের নিকট হতে অনলাইন আবেদন আহবান করা যাচ্ছে।ভর্তির আবেদন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন ফি বিকাশ/রকেট/শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণ করা হবে।আবেদন ফি এ.বি.সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য ৫৫০ টাকা।আবেদন ফি ৫৫০ টাকা ব্যতিত কোনো অতিরিক্ত ফি প্রদান করতে হবে না।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্যসমূহ

  • ভর্তি আবেদন শুরু হবে : ২১ সেপ্টেম্বর ২০১৯ইং সকাল ০৯:০০ ঘটিকা
  • ভর্তি আবেদন শেষ হবে : ৩১ সেপ্টেম্বর ২০১৯ইং রাত ১১:৫৯ পর্যন্ত
  • অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার সময় : তাৎক্ষণিক প্রবেশপত্র পাওয়া যাবে
  • ভর্তি পরীক্ষার তারিখ : ২২-২৩ নভেম্বর ২০১৯ইং
  • ভর্তি পরীক্ষার স্থান : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ভর্তি আবেদন ফি বাবদ : ৫৫০ টাকা

মাভাবিপ্রবি ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতাসমূহ

ক) ২০১৬ বা ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ আবেদন করতে পারবে।তবে আবেদনকারীরর অবশ্যই উভয় পরীক্ষায় পৃথকভাবে ৪র্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে।

খ) বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ এ+বি+সি ও ডি ইউনিটে এবং মানবিক শাখা ও বাণিজ্য শাখা হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ শুধুমাত্র ডি ইউনিটে আবেদন করতে পারবে।

গ) এ ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।অধিকন্তু ফার্মেসি বিভাগে এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় গণিতেও ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে।সি ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় রসায়ন,গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

ঘ) ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জিসিই এর ক্ষেত্রে আই.জি.সি.এস.ই (ও লেভেল) এ কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আই.এ.এল (এ-লেভেল) এ কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে।

ঙ) ২০১৬ সালের পূর্বে এসএসসি/জিসিই ও-লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ আবেদন করতে পারবে না।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ভর্তি সার্কুলার
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ভর্তি সার্কুলার

মাভাবিপ্রবি ইউনিটভিত্তিক বিভিন্ন বিভাগের জন্য নির্ধারিত আসন সংখ্যা

এ ইউনিট (ইঞ্জিনিয়ারিং অনুষদ)

বিভাগ আসন সংখ্যা
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)৫৫
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ৫৫
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) ৬০

বি (লাইফ সায়েন্স অনুষদ)

বিভাগআসন সংখ্যা
এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রির্সোস ম্যানেজমেন্ট (ইএসআরএম)৫৫
ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস)৬০
ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস)৫৫
বায়েটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ৫৫
ফার্মেসি৩৫
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) ৩৫

সি (সায়েন্স অনুষদ)

বিভাগআসন সংখ্যা
রসায়ন ৫৫
গণিত ৬০
পদার্থবিজ্ঞান ৫৫
পরিসংখ্যান ৬০

ডি (বিজনেস স্টাডিজ অনুষদ ও সোস্যাল সায়েন্স অনুষদ)

বিভাগআসন সংখ্যা
হিসাববিজ্ঞান
(বাণিজ্য শাখার জন্য ১৯,বিজ্ঞান শাখার জন্য ০৮ ও মানবিক শাখার ০৩জন)
৩০
ব্যবস্থাপনা
(বাণিজ্য শাখার জন্য ১৯,বিজ্ঞান শাখার জন্য ০৮ ও মানবিক শাখার ০৩জন)
৩০
অর্থনীতি
(বাণিজ্য শাখার জন্য ১৬,বিজ্ঞান শাখার জন্য ২২ ও মানবিক শাখার ২২জন)
৬০
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ

মাভাবিপ্রবি ভর্তি পরীক্ষার মানবন্টন

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ২০০ নম্বরের মধ্যে মেধাক্রম নির্ধারণ করা হবে।তন্মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ (১০০টি প্রশ্ন থাকবে) পদ্ধতিতে পরীক্ষা হবে এবং অবশিষ্ট ১০০ নম্বরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪০% (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে ৬০% (চতুর্থ বিষয়সহ) গণনা করা হবে।প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (শূন্য দশমিক দুই পাঁচ) নম্বর মোট প্রাপ্ত নম্বর থেকে কর্তন করা হবে।উল্লেখ্যে,ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক সর্বশেষ পাঠ্যসূচি অনুযায়ী হবে।

এ.বি.সি এবং ডি ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

এ ইউনিট (মোট ১০০ নম্বর )

বিষয়ইংরেজি রসায়নপদার্থবিজ্ঞান গণিত
নম্বর১০২০৩৫৩৫

বি ইউনিট (মোট ১০০ নম্বর )

বিষয় ইংরেজি রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান
নম্বর ১০৩৫২০৩৫

সি ইউনিট (মোট ১০০ নম্বর )

বিষয় ইংরেজি রসায়ন পদার্থবিজ্ঞান গণিত
নম্বর ১০১০১০১০

ডি ইউনিট (মোট ১০০ নম্বর ) বাণিজ্য শাখা হতে উত্তীর্ণদের জন্য

বিষয় ইংরেজি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
নম্বর ৪০৩০৩০

ডি ইউনিট (মোট ১০০ নম্বর ) বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণদের জন্য
রসায়ন,পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ের যেকোনো ০২টি বিষয় উত্তর দিতে হবে

বিষয় ইংরেজি রসায়ন পদার্থবিজ্ঞানগণিত
নম্বর ৪০৩০৩০৩০

ডি ইউনিট (মোট ১০০ নম্বর ) মানবিক শাখা হতে উত্তীর্ণদের জন্য
অর্থনীতি বা পৌরনীতি বিষয়ের যেকোনো ০১টি বিষয় উত্তর দিতে হবে

বিষয় ইংরেজি বাংলাঅর্থনীতিপৌরনীতি
নম্বর ৪০৩০৩০৩০

এ ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ০৩ নম্বর (৩০%) এবং পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম ১৪ নম্বর (৪০%),বি ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ০৩(৩০%) এবং রসায়ন ও জীববিজ্ঞান পৃথকভাবে ন্যূনতম ১৪ নম্বর (৪০%),সি ইউনিটে প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৩০% নম্বরসহ সর্বোমট ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে এবং ডি ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ১৬ নম্বর (৪০%) অবশ্যই পেতে হবে।সকল ইউনিটে লিখিত পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৪০। কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৪০। ১০০ নম্বরের প্রশ্নের উত্তরের জন্য ০১ ঘন্টা (৬০ মিনিট) সময় বরাদ্দ থাকবে,তবে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।

মাভাবিপ্রবি স্নাতক সম্মান ভর্তি সার্কুলার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ
মাভাবিপ্রবি স্নাতক সম্মান ভর্তি সার্কুলার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ

মাভাপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি

ভর্তি সংক্রান্ত নিয়মনীতির যেকোনো পরিবর্তন,সংশোধন,সংযোজন ও পুনঃসংযোজনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।ভর্তি পরীক্ষার আবেদনে কোনো তথ্য মিথ্য বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রমে অনুযায়ী মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এবং ভর্তিকৃতদের ওরিয়েনটেশন ক্লাশ তারিখ ও সময় এবং ভর্তিসংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি যথাসময়ে সংশ্লিষ্ট ডিন অফিসের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানা যাবে।

তারিখ ও বার সময় ইউনিট
২২ নভেম্বর ২০১৯,শুক্রবারসকাল ১০:৩০ হতে দুপুর ১২:০০ পর্যন্ত
২২ নভেম্বর ২০১৯,শুক্রবারবিকাল ৩:০০ হতে দুপুর ৪:৩০ পর্যন্ত বি
২৩ নভেম্বর ২০১৯,শনিবার সকাল ১০:৩০ হতে দুপুর ১২:০০ পর্যন্তসি
২৩ নভেম্বর ২০১৯,শনিবার বিকাল ৩:০০ হতে দুপুর ৪:৩০ পর্যন্ত ডি

আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: