এই মাত্র
লোডিং...
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ
এমবিবিএস কোর্স ভর্তি সার্কুলার

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্স ভর্তি সার্কুলার

বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি প্রতিষ্ঠান,আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এর দুইটি ক্যাটাগরী,এএমসি (আর্মি মেডিক্যাল কোর)ক্যাডেট ও এএফএমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেসরকারি ০৫টি আর্মি মেডিক্যাল কলেজসমূহে অভিন্ন প্রক্রিয়ায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।কলেজসমূহের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত প্রসপেক্টাসে দেওয়া আছে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ভর্তি সার্কুলার
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ভর্তি সার্কুলার

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

  • ভর্তি পরীক্ষার আবেদন অন-লাইনে গ্রহণ শুরুর তারিখ ও সময়: ২৯ আগস্ট ২০১৯ তারিখ ১০:০০ ঘটিকা।
  • ভর্তি পরীক্ষার আবেদন অন-লাইনে গ্রহণ শেষের তারিখ ও সময় : ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ ১৪:০০ ঘটিকা।
  • আবেদনপত্র ফি : ১০০০ অফেরতযোগ্য।
  • লিখিত ভর্তি পরীক্ষার : ১১ অক্টোবর ২০১৯ তারিখ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায়।

কলেজসমূহে ভর্তির জন্য আবেদনের যোগ্যতা

ক। শিক্ষাগত যোগ্যতা : ১) এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৬/২০১৭ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৮/২০১৯ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদেরকে মোট জিপিএ ১০.০০ প্রাপ্ত হতে হবে।

২। এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরী ও অন্যান্য ৫টি আর্মি মেডিক্যাল কলেজের ক্যাডেটঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৬/২০১৭ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৮/২০১৯ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদের ন্যূনতম মোট জিপিএ ৯.০০ থাকতে হবে।শুধুমাত্র উপজাতীয় কোটাভূক্ত আসনের প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।তবে কোন অবস্থাতেই উপজাতীয় প্রার্থীর এসএসসি/সমমান অথবা এইচ.এস.সি/সমমান পরীক্ষায় কোন একটিতে জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না।

৩। সকলের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান ন্যূনতম জিপিএ ৩.৫০ হতে হবে।

৪। ২০১৬ সনের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে না।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

খ। শারীরিক যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবেঃ
১) এএফএমসি এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ
পুরুষ মহিলা
উচ্চতা (ন্যূনতম) : ১.৬৩ মিঃ (৫ফুট ৪ইঞ্চি) ১.৫৭মিঃ (৫ফুট ২ইঞ্চি)
ওজন : সশস্ত্র বাহিনীতে প্রচলিত এতদসংক্রান্ত চার্ট অনুসরণ করা হবে।
(ন্যূনতম) : ৪৫.৪৫ কেজি (১০০ পাউন্ড) ৪০.৯০ কেজি (৯০ পাউন্ড)
বুকের মাপ (ন্যূনতম) : স্বাভাবিক ৭৬ সেঃমিঃ (৩০ ইঞ্চি) স্বাভাবিক-৭১ সেঃমিঃ (২৮ ইঞ্চি)
সম্প্রসারিত-৮১ সেঃমিঃ (৩২ইঞ্চি) সম্প্রসারিত-৭৬ সেঃমিঃ (৩০ ইঞ্চি)
দৃষ্টি শক্তি : ৬/৬ ৬/৬
শ্রবণ শক্তি : গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকতে হবে

২। এএফএমসি এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরী ও অন্যান্য ৫টি আর্মি মেডিক্যাল কলেজের ক্যাডেট : মেডিক্যাল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে।

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে ভর্তির শর্তাবলী

১) এএফএমসি এর এ এমসি ক্যাডেট : ক) প্রার্থীদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। খ) ০১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ২০ বৎসরের মধ্যে হতে হবে। গ) লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের মধ্য হতে লিখিত ভর্তি পরীক্ষা এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদেরকে মেধা অনুযায়ী আইএসএসবি’র সম্মুখীন হতে হবে। ঘ) আইএসএসবি উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত শারীরিক যোগ্যতা নিরুপণ পূর্বক মেধা ও কোটার ভিত্তিতে এএমসি ক্যাডেট হিসেবে কলেজ ভর্তি করা হবে। ঙ) ভর্তি ফি টিউশন ফি মওকুফ থাকবে।তবে তাদের কশন মানি (ফেরতযোগ্য),আউটফিট,মেসিং,লন্ড্রি চার্জ,লাইব্রেরী ফি,কলেজ ম্যাগাজিন ফি,গেমস এন্ড স্পোর্টস ফি এবং অন্যান্য চার্জ প্রদান করতে হবে। চ) এমবিবিএস কোর্স এবং ইন্টার্ণশীপ প্রশিক্ষণ সমাপনের পর সেনাবাহিনীর প্রয়োজন সাপেক্ষে নির্বাচনী প্রক্রিয়ার কার্যাদি সম্পাদনের পর আর্মি মেডিক্যাল কোরে যোগদান করতে বাধ্য থাকবে। ছ) ভর্তির সময় সকল ছাত্র/ছাত্রীর অভিভাবকগণকে কলেজ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং এমবিবিএস কোর্স ও ইন্টার্ণশীপ সমাপনের পর সেনাবাহিনীর প্রয়োজন সাপেক্ষে আর্মি মেডিক্যাল কোরে যোগদান করতে অনিচ্ছুক হলে তাকে নির্ধারিত অংকের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে ভর্তি আবেদন যোগ্যতাসমূহ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে ভর্তি আবেদন যোগ্যতাসমূহ

২। এএফএমসি এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরী ও অন্যান্য ৫টি আর্মি মেডিক্যাল কলেজের ক্যাডেট:

ক) প্রার্থীদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
খ) ০১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ২০ বৎসরের মধ্যে হতে হবে।
গ) লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের মধ্যে হতে লিখিত ভর্তি পরীক্ষা এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মেধা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা নিরুপণ ও সকল মূল নথি-পত্র নিরীক্ষণ পূর্বক ক্যাডেট হিসাবে নির্বাচন করা হবে।
ঘ) নির্বাচিত প্রার্থীদেরকে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এবং আর্মি মেডিক্যাল কলেজসমূহের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভর্তি ফি,টিউশন ফি,কশন মানি (ফেরতযোগ্য),আউটফিট,মেসিং,লন্ড্রি চার্জ,লাইব্রেরী ফি,কলেজ ম্যাগাজিন ফি,গেমস এন্ড স্পোর্টস ফি এবং অন্যান্য চার্জ প্রদান করতে হবে (প্রসপেক্টাসে বিস্তারিত উল্লেখিত)।
ঙ) ভর্তির সময় সকল ছাত্র/ছাত্রীর অভিভাবকগণকে কলেজ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং এমবিবিএস কোর্সে অধ্যয়নকালীন ও ইন্টার্ণশীপ প্রশিক্ষণকালীন কেউ কলেজ হতে স্বেচ্ছায় অথবা বহিষ্কৃত হলে তাকে চুক্তি মোতাবেক নির্ধারিত অংকের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে আবেদন পদ্ধতি

ক। ভর্তির আবেদনপত্র অনলাইনে ২৯ আগস্ট ২০১৯ (১০:০০ ঘটিকা) হতে ১৯ সেপ্টেম্বর ২০১৯ (১৪:০০ ঘটিকা) তারিখ পর্যন্ত পাওয়া যাবে।আবেদনপত্র প্রাপ্তির ওয়েবসাইট ঠিকানা উপরে দেওয়া রয়েছে।
খ। ফর্ম পূরণের প্রক্রিয়াসমূহ ১) ইন্টারনেট ওয়েব ঠিকানায় প্রথম ধাপে জাতীয় কারিকুলাম (এএসসি/সমমান ও এইচএসসি/সমমান) এর জন্য ও জিসিই(ও/এ/উভয় লেভেল)এর জন্য আলাদা পথ নির্দেশ করা আছে।
২। জাতীয় কারিকুলামে পাশ করা প্রার্থীগণের জন্য দ্বিতীয় ধাপে এসএসসি ও এইচএসসি রোল নম্বর,রেজিস্ট্রেশন নং বোর্ড ও সন টাইপ করে সাবমিট এ ক্লিক করলে আবেদনপত্র কম্পিউটার স্ক্রীণে আসবে।জিসিই ও/এ লেভেল-এ পাশ করা প্রার্থীগণকে ডিরেক্টর,মেডিকেল এডুকেশন,ডিজিএইচএস এর কাছ থেকে ইকুভিলেন্ড সার্টিফিকেট ও কোড সংগ্রহ করতে হবে এবং নিজ মোবাইল নম্বর ও কোড নং টাইপ করে সাবমিট করলে আবেদনপত্র কম্পিউটারে স্ক্রীনে আসবে।
৩। আবেদনপত্র পূরণের জন্য মেডিক্যাল কলেজ পছন্দের ক্ষেত্রে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের দুইটি ক্যাটাগরী থেকে যে কোন একটি অর্থাৎ এএমসি ও এএফএমসি হতে যে কোন একটি এবং অবশিষ্ট আর্মি মেডিক্যাল কলেজগুলোর সবগুলোই পছন্দ করা যাবে।অর্থাৎ একজন প্রার্থী সর্বোচ্চ ৬টি মেডিক্যাল কলেজ পছন্দ করতে পারবেন।
৪। আবেদনপত্র পূরণের জন্য টাইপ ও অপশন নির্বাচন ছাড়া নিম্নলিখিত দুইটি নথি সংযুক্ত করতে হবে।
ছবি : সদ্য তোলা (৩০০/৩০০ পিক্সেল যা ১০০ কিলোবাইটের মধ্যে এবং জেপিজি/জেপিইজি ফরম্যাটের হতে হবে)।
স্বাক্ষর : ৩০০/৮০ পিক্সেল যা ৬০ কিলোবাইটের মধ্যে এবং জেপিজি/জেপিইজি ফরম্যাটের হতে হবে।

৪। আবেদনপত্র পূরণ সঠিক ভাবে সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রীনে প্রার্থীর পূরণকৃত আবেদনের নমুনা আসবে যার প্রিন্ট নেওয়া ও পিডিএফ ফাইল সংরক্ষণ করা যাবে।
৫। প্রার্থীকে আবেদনপত্র পূরণের ৪৮ ঘন্টার মধ্যে নির্দেশিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার আনুষঙ্গিক খরচ বাবদ ১০০০ টাকা মাত্র টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে পাঠাতে হবে।অন্যথায় আবেদন বাতিল হযে যাবে।তবে প্রার্থী নির্দিষ্ট সমক্রেুর মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন।প্রার্থীকে টাকা প্রদান প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পছন্দের সেনানিবাস এসএমএস এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।সেনানিবাসের কোডগুলি নিম্নরুপ।

কোড সেনানিবাস কেন্দ্রসর্বোচ্চ ধারণ ক্ষমতা
১১ঢাকা সেনানিবাস ২০,০০০ আসন
১২চট্রগ্রাম সেনানিবাস ৪,০০০ আসন
১৩কুমিল্লা সেনানিবাস ৩,০০০ আসন
১৪বগুড়া সেনানিবাস ২,৫০০ আসন
১৫রংপুর সেনানিবাস ৫,০০০ আসন
১৬ যশোহর সেনানিবাস ৫,০০০ আসন

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তি
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তি

আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: